বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট দলে ঋদ্ধিমান, দলে অভিনব মুকুন্দ, বাদ পার্থিব
নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের দলে কামব্যাক করলেন ঋদ্ধিমান সাহা৷ বেশ কয়েকবছর পর ফিরলেন তামিলনাড়ুর অভিনব মুকুন্দ। সুযোগ পাননি পার্থিব পটেল৷ এদিন নির্বাচনী বৈঠকের শুরুতে বোর্ড সচিবের দায়িত্বে থাকা অমিতাভ চৌধুরিকে নিয়ে যা একপ্রস্থ নাটক হল, তা দেখে হতবাক ক্রিকেটমহল৷ সোমবার লোঢার সুপারিশের পর বিসিসিআই চালানোর জন্য সুপ্রিম কোর্ট গড়ে দেয় একটি প্রশাসক কমিটি৷ এদিন দল নির্বাচনী বৈঠক ডাকা বোর্ডের যুগ্মসচিব অমিতাভ চৌধুরি নয়াদিল্লির পাঁচতারা হোটেলে পৌঁছানোর পর প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই জানিয়ে দেন,বৈঠকে থাকতে পারবেন না তিনি৷ অমিতাভ চৌধুরির বদলে নির্বাচনী বৈঠকের দায়িত্বে থাকবেন বোর্ডের সিইও৷ এরপরেই শুরু ডামাডোল৷ বৈঠকের নির্ধারিত সময় ছিল সাড়ে ১২টা৷ শেষপর্যন্ত দীর্ঘ টালবাহানার পর বৈঠক শুরু হয় সন্ধে সাড়ে ৬টায়৷ ভিডিও কনফারেন্সে যোগ দেন বিরাট কোহলি ও অনিল কুম্বলে৷ নির্বাচনেও চমক৷ চোট পাওয়া ঋদ্ধিমানের জায়গায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সুযোগ পান পার্থিব পটেল৷ ব্যাট হাতে সফলও হন তিনি৷ কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে পার্থিব নয়, নির্বাচকরা আস্থা রাখলেন সেই ঋদ্ধিমানেই৷ ইরানি ট্রফিতে দুরন্ত ডাবল সেঞ্চুরি করার পর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতীয় দলে কামব্যাক ঋদ্ধিমান সাহার৷ অন্যদিকে, রঞ্জিতে নজরকাড়া পারফরম্যান্সের জন্য দলে বেশ কয়েকবছর পর ফিরলেন তামিলনাড়ুর অভিনব মুকুন্দ।
একনজরে দেখে নেওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল--
বিরাট কোহালি (অধিনায়ক)
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক)
কেএল রাহুল
মুরলি বিজয়
চেতেশ্বর পূজারা
আজিঙ্ক রাহানে
করুন নায়ার
আর অশ্বিন
রবীন্দ্র জাডেজা
জয়ন্ত যাদব
উমেশ যাদব
ইশান্ত শর্মা
ভুবনেশ্বর কুমার
অমিত মিশ্র
অভিনব মুকুন্দ
হার্দিক পাণ্ড্য
অভিনব মুকুন্দ