Ranji Trophy Final 2022: সরফরাজের সেঞ্চুরি সত্ত্বেও পাল্টা লড়াইয়ে মুম্বইকে চাপে রাখল মধ্যপ্রদেশ
Ranji Trophy Update: জমে উঠেছে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল। মুম্বইয়ের প্রথম ইনিংসে তোলা ৩৭৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ১২৩/১।
বেঙ্গালুরু: জমে উঠেছে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল। মুম্বইয়ের প্রথম ইনিংসে তোলা ৩৭৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ১২৩/১। বাংলার বিরুদ্ধে সেমিফাইনাল জয়ের নায়ক হিমাংশু মন্ত্রী ৫০ বলে ৩১ রান করে ফিরলেও মুম্বই বোলারদের চাপে রেখেছেন যশ দুবে (৪৪ ব্যাটিং) ও শুভম শর্মা (৪১ ব্যাটিং)। মুম্বই এখনও ২৫১ রানে এগিয়ে।
চলতি রঞ্জিতে নিজের চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন সরফরাজ খান। টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছিল তরুণ এই ডানহাতি ব্যাটারকে। এবার চিন্নাস্বামীতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy Final) সেঞ্চুরি হাঁকালেন সরফরাজ (Sarfaraz Khan)। ১৯০ বলে শতরান পূরণ করেন তিনি। আর সেঞ্চুরি করেই সরফরাজের অভিনব সেলিব্রেশন। শিখর ধবনকে মনে করালেন সরফরাজ। মুষ্টিবদ্ধ হাত ছুড়লেন এমনভাবে, বোঝাই যাচ্ছে যে নির্বাচকদের হয়ত কোনও বার্তা দিতে চাইলেন সরফরাজ।
২৪ টি প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজের গড় এই মুহূর্তে ৮১-র বেশি। ৮টি সেঞ্চুরিও করে ফেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বের যে কোনও ব্য়াটার যাঁরা ২ হাজারের ওপর রান, তাঁদের মধ্যে সেরা গড়ের দিক থেকে সরফরাজের আগে শুধু রয়েছেন ডন ব্র্যাডম্যান।
That's Stumps on Day 2 of the @Paytm #RanjiTrophy #Final in Bengaluru!
— BCCI Domestic (@BCCIdomestic) June 23, 2022
After Mumbai posted 374 on the board, Madhya Pradesh moved to 123/1. #MPvMUM
We will be back for the Day 3 action tomorrow.
Scorecard ▶️ https://t.co/xwAZ13D0nP pic.twitter.com/EcEVeA1W2U
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের মুম্বইয়ের ইনিংস শেষ হয় ৩৭৪ রানে। ২৪৩ বলে ১৩৪ রানের ইনিংস খেলে মুম্বইয়ের শেষ উইকেট হিসেবে আউট হন সরফরাজ। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। রঞ্জিতে এই মরসুমে ৯০০-র বেশি রান ইতিমধ্যেই ঝুলিতে পুরে নিয়েছেন সরফরাজ। এবার পরীক্ষা মুম্বই বোলারদের।
আরও পড়ুন: উদ্বেগমুক্তি! করোনাকে হারিয়ে ইংল্যান্ডে ভারতীয় শিবিরে যোগ দিলেন অশ্বিন