অজি ক্রিকেট সুন্দরী এলিসি পেরির বিবাহ বিচ্ছেদে ট্রোলিংয়ের শিকার মুরলী বিজয়
চার বছরের বৈবাহিক সম্পর্কের ইতি। পাকাপকিভাবে বিচ্ছেদ হল অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার এলিসি পেরি এবং রাগবি তারকা ম্যাট টুমুয়ার।
কলকাতা: চার বছরের বৈবাহিক সম্পর্কের ইতি। পাকাপকিভাবে বিচ্ছেদ হল অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার এলিসি পেরি এবং রাগবি তারকা ম্যাট টুমুয়ার। ২৫ জুলাই যৌথ বিবৃতি দিয়ে তাঁদের দাম্পত্য জীবনের ইতির কথা ঘোষণা করেছেন অজি ক্রীড়া দুনিয়ার দুই নক্ষত্র। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয়।
সম্প্রতি ক্রিকেট সুন্দরী এলিসি পেরির সঙ্গে নৈশভোজে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভারতীয় ওপেনার মুরলী বিজয়। এলিসি পেরিও সম্মতি জানিয়ে বলেছিলেন তিনি নৈশভোজে যাবেন তবে বিল মেটাতে হবে মুরলীকেও। এলিসির এই ‘রসিকতা’ সংবাদমাধ্যমের শিরোনামও হয়েছিল। এবার আরও একবার এলিসির বিবাহ বিচ্ছেদের সংবাদ প্রকাশিত হতেই শিরোনামে চলে এলেন মুরলীও।
ট্যুইটারে ট্রোল করা হচ্ছে মুরলী বিজয়কে। নেটিজেনদের অনেকে রসিকতার ছলেই লিখেছেন, “এলিসি পেরির বিবাহ বিচ্ছেদ হওয়ায় খুশি মুরলী বিজয়”। একজন আরও একধাপ এগিয়ে লিখেছেন মুরলী বিজয় এবং বিবাহ বিচ্ছেদের কাহিনী অবিরাম চলছে। দেদার শেয়ার হচ্ছে মুরলী বিজয়ের মিমও। তবে ভারতীয় ক্রিকেটারের তরফে এমন ব্যাঙ্গের কোনও পাল্টা জবাব এখনও আসেনি।
প্রসঙ্গত, ২০১৩ সাল থেকেই রাগবি তারকার সঙ্গে সম্পর্কে ছিলেন এলিসি পেরি। পরের বছরই এনগেজমেন্ট এবং বিয়ে হয় দুই অজি তারকার। সেদেশে এটাই ছিল সবথেকে বড় ‘ক্রীড়াযুগল’। এলিসির প্রাক্তন স্বামী ম্যাট টুমুয়া ৩৫ বার অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। অন্যদিকে ক্রিকেট তারকা এলিসি পেরি হলেন বিশ্ব মহিলা ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। অলরাউন্ডার এলিসির ঝুলিতে রয়েছে ২৯৭টি উইকেট সহ ৪ হাজার ৮০০ রান। অস্ট্রেলিয়া মহিলা দলের হয়ে টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি তিনটি ফরম্যাটেই খেলেছেন তিনি।