এক্সপ্লোর

ISL: আইএসএলে কলকাতার দলের যে ম্যাচগুলি না দেখলেই নয়

ISL Update: এই রকম ফুটবল পাগল সমর্থক যেমন রয়েছেন এ বঙ্গে, তেমনই এমনও বহু মানুষ রয়েছেন, যাঁরা বেছে বেছে সেরা ম্যাচগুলি দেখতে চান। আমরা তাঁদেরও স্বাগত জানাই হিরো আইএসএলে

কলকাতা: হিরো আইএসএল শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। বাঙালির সেরা উৎসব দুর্গাদুর্গাপুজো"। পুজো মিটলেই হইহই করে শুরু হয়ে যাবে বাঙালির দ্বিতীয় সেরা উৎসব হিরো ইন্ডিয়ান সুপার লিগ। কলকাতার দুই দলের একের পর এক ম্যাচ হবে প্রতি সপ্তাহেই। এ বারে আবার স্টেডিয়ামে গিয়ে প্রিয় দলের খেলা দেখার সুযোগ পাচ্ছেন সমর্থকেরা। অনেকে ঠিক করে রেখেছেন প্রিয় দলের অ্যাওয়ে ম্যাচও মাঠে গিয়ে দেখবেন। এ রকম ফুটবল পাগল সমর্থক যেমন রয়েছেন এ বঙ্গে, তেমনই এমনও বহু মানুষ রয়েছেন, যাঁরা বেছে বেছে সেরা ম্যাচগুলি দেখতে চান। আমরা তাঁদেরও স্বাগত জানাই হিরো আইএসএলে।

সত্যিই যদি আপনার পক্ষে সব ম্যাচ দেখা সম্ভব না হয়, তা হলে তো আপনাকে জানতে হবে, কোন ম্যাচগুলিতে লড়াই ও উত্তেজনার পারদ উঠতে পারে চরমে। কোন ম্যাচে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই, তাও জানতে হবে। সেই ম্যাচগুলিই বাছাই করার চেষ্টা হয়েছে এই বিশেষ প্রতিবেদনে। এই বছরে, অর্থাৎ ২০২২-এর যে তিন মাস আর আছে, সেই তিন মাসে এই ম্যাচগুলি না দেখলেই নয়। অবশ্যই দেখুন। অবশ্য, এত ঝাড়াই বাছাই করে ম্যাচ দেখার চেয়ে সব ম্যাচ দেখে নেওয়া অনেক সোজা।  

১৬ অক্টোবর, রবিবারকেরালা ব্লাস্টার্স বনাম এটিকে মোহনবাগান, কোচি

হিরো আইএসএলে যোগ দেওয়ার পর এই প্রথম কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সামনে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও গতবারের রানার্স-আপ কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচের আবহ কেমন হবে, তা এখন থেকে কল্পনা করলেই গায়ে কাঁটা দিতে পারে। ইভান ভুকোমানোভিচের প্রশিক্ষণে গড়া দুরন্ত দলটি যখন ঘরের মাঠে প্রায় ৬০ হাজার সমর্থকের সামনে মাঠে নামবে, তখন তারাও উত্তেজনায় টগবগ করে ফুটবে নিশ্চয়ই। বাংলার দুই ক্লাবের সমর্থকদের উন্মাদনার কথা যেমন জানে সারা দুনিয়া, তেমনই কেরালার ফুটবলপ্রেমীদের পাগলামিরও বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। ফুটবল বলতে তাঁরা অজ্ঞান। প্রিয় দলের হয়ে গলা ফাটানোর জন্যও তাদের জগৎজোড়া যশ রয়েছে।

এ রকম পরিবেশে কেরালা ব্লাস্টার্সের ঘর থেকে জয় ছিনিয়ে আনা আর সিংহের গুহা থেকে মাংসের টুকড়ো ছিনিয়ে আনা প্রায় সমার্থক। তাই এটিকে মোহনবাগানের কাছে ম্যাচটা  হতে চলেছে এক কঠিন পরীক্ষা। হিরো আইএসএলে এখন পর্যন্ত এটিকে মোহনবাগানকে কখনও হারাতে পারেনি কেরালা ব্লাস্টার্স। একটি ম্যাচে ড্র হয়েছে এবং তিনটি ম্যাচে কলকাতার দল জিতেছে। তাই কোচির এই ম্যাচে প্রতিশোধের মনোভাব নিয়েই নিশ্চয়ই মাঠে নামবেন কেরালার দলের ফুটবলাররা ও তাদের সেই অভিযানে গ্যালারি থেকে ইন্ধন জোগাবেন সমর্থকেরা। সবুজ-মেরুন শিবিরের ফুটবলারদের জন্য বেশ কঠিন হতে চলেছে এই ম্যাচ।

২৯ অক্টোবর, শনিবারএটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল এফসি, কলকাতা

বাঙালির কাছে যদি সব খেলার সেরা হয় ফুটবল, তা হলে বাংলার ফুটবলের সেরা খেলা অবশ্যই কলকাতা ডার্বি। যা সারা বাংলাকে কয়েকটা দিনের জন্য কার্যত দ্বিখণ্ডিত করে দেয়। এক দিকে থাকে সবুজ-মেরুন সমর্থকেরা, অন্য দিকে থাকে লাল-হলুদের ভক্তরা। গত একশো বছরেরও বেশি সময় ধরে চলছে এই চিরপ্রতিদ্বন্দিতা। ফুটবল মাঠে এই দুই দলের মুখোমুখি মানেই ঘটি-বাঙালের লাঠালাঠি এবং গোটা বাংলার ফুটবল উৎসবে মেতে ওঠা। তাই কলকাতা ডার্বির দিনটা বাংলার ফুটবলপ্রেমীদের ক্যালেন্ডারে ‘রেড লেটার্ড ডে’ হয়ে থাকে বরাবরই। এ বারের হিরো আইএসএলে সেই দিন ২৯ অক্টোবর। শনিবাসরীয় সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গন যে মুখরিত হয়ে উঠবে ৬৫ হাজার ফুটবল পাগলের গর্জনে, তা নিয়ে কোনও সন্দেহই নেই। মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপের ডার্বিতে এর স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে। এর আগে হিরো আইএসএলে যে চারবার কলকাতার দুই প্রধান মুখোমুখি হয়েছে, তাতে প্রতিবারই এটিকে মোহনবাগান জিতেছে। এ বার স্টিফেন কনস্টান্টাইনের প্রশিক্ষণে সেই ছবিটা বদলের দেওয়ার উদ্দেশ্য নিয়েই নিশ্চয়ই নামবে লাল-হলুদ বাহিনী। এটিকে মোহনবাগানের হারানোর কিছু নেই। শুধু সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়ার পালা।

৬ নভেম্বর, রবিবারমুম্বই সিটি এফসি বনাম এটিকে মোহনবাগান, মুম্বই

গত দু’বছরে যে ভাবে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দিতার ক্রমশ তীব্র হয়ে উঠেছে, তাতে এই ম্যাচের সঙ্গে এখন ডার্বিরও তুলনা করা যায়। আবেগের দিক থেকে না হোক লড়াইয়ের দিক থেকে তো বটেই। হিরো আইএসএলে এখন পর্যন্ত মুম্বইয়ের দলকে হারাতে পারেনি এটিকে মোহনবাগান। চারবার মুম্বই সিটি এফসি জিতেছে ও একবার ড্র হয়েছে। ২০২০-২১-এ মুম্বই সিটি এফসি-র কাছে হেরে প্রথমে লিগশিল্ড ও পরে চ্যাম্পিয়নশিপও খোয়াতে হয় এটিকে মোহনবাগানকে। সেই ক্ষত এখনও তাজা সমর্থকদের মনে। তাই যতদিন না মুম্বই সিটি এফসি-কে হারাতে পারছে তাঁদের ক্লাবের ফুটবলাররা, ততদিন শান্তি পাবেন না সমর্থকেরা। এই ম্যাচে মুম্বইকে তাদের ঘরের মাঠে হারিয়ে বদলা নেওয়ার সুযোগ পাবে গঙ্গাপাড়ের ক্লাব।

২৬ নভেম্বর, রবিবারএটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি, কলকাতা

কৌশলের লড়াইয়ের দিক থেকে এই ম্যাচ যে অন্যতম সেরা, তা একবাক্যে স্বীকার করে নেন ফুটবল বিশেষজ্ঞরা। গতবার সেমিফাইনালে দুই দলের লড়াইয়ে যা হয়েছিল, তা হিরো ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পারে অনায়াসে। চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে কয়েক মুহূর্তের ভুলে যে ১-৩-এ হার স্বীকার করতে হয়েছিল এটিকে মোহনবাগানকে, সেই ভুলগুলি শুধরে ফিরতি সেমিফাইনালে তাদের অন্তত তিন গোলের ব্যবধানে জিততেই হত। এ রকম একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় সেমিফাইনালে নেমে ১-০-য় জেতে তারা। স্কোর দেখে অনেকের মনে হতে পারে, সবুজ মেরুন শিবিরের ব্যর্থতাই তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল সে দিন। 

৩ ডিসেম্বর, শনিবারবেঙ্গালুরু এফসি বনাম এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু

এই ম্যাচেও মাঠের বাইরেও আর একটা ম্যাচ চলবে সমর্থকদের মধ্যে। কারণ, বেঙ্গালুরুতে বঙ্গসন্তানদের ছড়াছড়ি। আর বাঙালি মানেই হয় সবুজ-মেরুন সমর্থক, নয় লাল-হলুদ। তাই কান্তিরাভা স্টেডিয়ামে ডিসেম্বরের প্রথম শনিবার এটিকে মোহনবাগান সমর্থখদের ঢল যে নামবেই, তা আন্দাজ করা যেতেই পারে। আর স্থানীয় দলের সমর্থকেরা তো থাকবেই। তাই দু’পক্ষের সমর্থকদের দ্বৈরথও হবে দেখার মতো।

ম্যাচের কথায় যদি আসি, তা হলে দেখা যাবে এ বার বেঙ্গালুরু এফসি এটিকে মোহনবাগান থেকে একাধিক ফুটবলার নিয়ে এসেছে তাদের শিবিরে। যেমন এসেছেন ফিজিয়ান তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণা, তেমনই এসেছেন তাঁর প্রিয় বন্ধু প্রবীর দাস এবং ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গনও। 
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Weather Update:  আগামীকাল দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা, কেমন আবহাওয়া থাকবে রথযাত্রার সকালে ?
আগামীকাল দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা, কেমন আবহাওয়া থাকবে রথযাত্রার সকালে ?
Puri Jagannath Rath Yatra:   জগন্নাথ ধামের রত্নভাণ্ডারে আড়ালে কী রহস্য? চাবি না মিললে ভাঙা হবে তালা, জানাল কমিটি
রহস্যে মোড়া পুরীর জগন্নাথ ধামের রত্নভাণ্ডার, সত্যিই আছে বৈদুর্য, নীলকণ্ঠমণি ? খোলার দিনক্ষণ জানা যাবে আজই
IND vs ZIM 1st T20 Live: হারারেতে হারাকিরি, জ়িম্বাবোয়ের কাছে ১৩ রানে হার ভারতের, সেলিব্রেশনের ২ দিনের মধ্যে লজ্জা
হারারেতে হারাকিরি, জ়িম্বাবোয়ের কাছে ১৩ রানে হার ভারতের, সেলিব্রেশনের ২ দিনের মধ্যে লজ্জা
Hooghly Mahesh Rath Yatra 2024 : এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?
এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?
Advertisement
ABP Premium

ভিডিও

Puri Jagannath Rath Yatra: রথের দিনে পুরনো চেহারায় পুরী, মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনিPuri Jagannath Rath Yatra:  রত্নভাণ্ডারে কী রয়েছে, চাবি কোথায় রয়েছে ? কী জানালেন পুরীর মহারাজ ? | ABP Ananda LIVEPartha Bhowmik: তৃণমূলের নাম করে টাকা চাইলে জেলে পুরে দেওয়ার হুঁশিয়ারি পার্থ ভৌমিকেরKolkata News: শনিবার কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ রুটের অটো বন্ধ থাকায় চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update:  আগামীকাল দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা, কেমন আবহাওয়া থাকবে রথযাত্রার সকালে ?
আগামীকাল দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা, কেমন আবহাওয়া থাকবে রথযাত্রার সকালে ?
Puri Jagannath Rath Yatra:   জগন্নাথ ধামের রত্নভাণ্ডারে আড়ালে কী রহস্য? চাবি না মিললে ভাঙা হবে তালা, জানাল কমিটি
রহস্যে মোড়া পুরীর জগন্নাথ ধামের রত্নভাণ্ডার, সত্যিই আছে বৈদুর্য, নীলকণ্ঠমণি ? খোলার দিনক্ষণ জানা যাবে আজই
IND vs ZIM 1st T20 Live: হারারেতে হারাকিরি, জ়িম্বাবোয়ের কাছে ১৩ রানে হার ভারতের, সেলিব্রেশনের ২ দিনের মধ্যে লজ্জা
হারারেতে হারাকিরি, জ়িম্বাবোয়ের কাছে ১৩ রানে হার ভারতের, সেলিব্রেশনের ২ দিনের মধ্যে লজ্জা
Hooghly Mahesh Rath Yatra 2024 : এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?
এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?
Rahul Gandhi Stock:  এই কোম্পানিতে রাহুল গাঁধীর শেয়ার ২০ গুণ বেড়েছে, এখনও ইনভেস্টের সময় আছে ?
এই কোম্পানিতে রাহুল গাঁধীর শেয়ার ২০ গুণ বেড়েছে, এখনও ইনভেস্টের সময় আছে ?
Hathras stampede: হাথরাসের ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে 'ভোলেবাবা' , ঘটনার দায় নিলেন কাঁধে?
হাথরাসের ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে 'ভোলেবাবা', ঘটনার দায় নিলেন কাঁধে?
Budget 2024: বাজেটের জন্য অপেক্ষা করছেন ? কী কী ঘোষণা হতে পারে, রইল সম্ভাব্য তালিকা
বাজেটের জন্য অপেক্ষা করছেন ? কী কী ঘোষণা হতে পারে, রইল সম্ভাব্য তালিকা
Jio Unchanged Recharge Plans: দাম বাড়ল না Jio-র এই রিচার্জ প্ল্যানগুলির, কী বদল আনা হল তবে ?
দাম বাড়ল না Jio-র এই রিচার্জ প্ল্যানগুলির, কী বদল আনা হল তবে ?
Embed widget