এক্সপ্লোর
Advertisement
ডাবলসে সোনা, সিঙ্গলসের সেমিফাইনালে রাফায়েল নাদাল
রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকে পুরুষদের টেনিসে ডাবলসে সোনা জিতলেন স্পেনের তারকা রাফায়েল নাদাল। মার্ক লোপেজকে সঙ্গী করে রোমানিয়ার ফ্লোরিন মেরগিয়া ও হরিয়া তেকাউকে হারিয়ে দিয়েছেন নাদাল। তাঁদের পক্ষে ম্যাচের ফল ২-৬, ৬-৩, ৬-৪।
২০০৮ বেজিং অলিম্পিকে সিঙ্গলসে সোনা জিতেছিলেন নাদাল। এবার তিনি অলিম্পিকে দ্বিতীয় সোনা জিতলেন। টেনিসের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে সিঙ্গলস ও ডাবলসে সোনা জয়ের নজির গড়লেন নাদাল। তাঁর আগে এই রেকর্ড গড়েন সেরেনা ও ভেনাস উইলিয়ামস এবং চিলির নিকোলাস মাসু।
ডাবলসে সোনা জয়ের পাশাপাশি সিঙ্গলসেও সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন নাদাল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের টমাস বেলুচ্চিকে ২-৬, ৬-৪, ৬-২ হারিয়ে শেষ চারে পৌঁছে গিয়েছেন নাদাল। চোটের জন্য তিনি দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন। ফিরে এসেই অলিম্পিকে সোনা জিতে আবেগতাড়িত হয়ে পড়েন। প্রিয় বন্ধু মার্কের সঙ্গে ডাবলসে সোনা জিতে উচ্ছ্বসিত এই স্প্যানিশ কিংবদন্তি। তিনি এবার জোড়া সোনার লক্ষ্যে সিঙ্গলসের সেমিফাইনালে নামছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement