এক্সপ্লোর
জয়সূর্যর রেকর্ড ভাঙলেন সুনীল নারাইন
1/5

এর আগে শুধু মাত্র চার ও ছয়ের সাহায্যে সবচেয়ে বেশি রানের ইনিংস ২০০৮-এ খেলেছিলেন সনত জয়সূর্য। ডেকান চার্জার্সের বিরুদ্ধে শুধু বাউন্ডারি মেরেই ৩৬ রান করেছিলেন তিনি। ২০০৮-র ৯ বছর বাদ সেই রেকর্ড ভেঙে দিলেন নারাইন। গতকাল তিনি যত রান করেছেন, তার সবটাই এসেছে বাউন্ডারি থেকে।
2/5

মাত্র ১৭ বলে ৪২ রান করেন তিনি। ইনিংসে ছিল ৯ টি চার ও একটি ছয়। এইসঙ্গেই শুধুমাত্র বাউন্ডারি মেরেই একটি ইনিংসে সবচেয়ে বেশি রান (৯ x ৪+ ১ x ৬= ৪২)করার কৃতিত্ব অর্জন করলেন তিনি।
Published at : 22 Apr 2017 01:52 PM (IST)
Tags :
IPLView More





















