এক্সপ্লোর
বিরাট কোহলির ব্যবহার সবচেয়ে খারাপ! দাবি নাসিরুদ্দিন শাহের

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ব্যবহার সবচেয়ে খারাপ বলে দাবি করলেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি ফেসবুকে লিখেছেন, ‘বিরাট কে শুধু বিশ্বের সেরা ব্যাটসম্যানই নন, তিনি সবচেয়ে খারাপ আচরণ করা খেলোয়াড়। তাঁর ঔদ্ধত্য ও খারাপ আচরণে ক্রিকেটীয় দক্ষতা ফিকে হয়ে যায়।’
মাঠে ও মাঠের বাইরে বিরাটের আচরণ নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। কিছুদিন আগেই এক ক্রিকেটপ্রেমী ভারতীয় ব্যাটসম্যানদের তুলনায় ইংরেজ ও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বেশি পছন্দ করেন বলায় তাঁকে দেশ ছেড়ে চলে যেতে বলেন বিরাট। সেই মন্তব্য নিয়েও তাঁকে খোঁচা দিয়েছেন নাসিরুদ্দিন। তিনি ফেসবুক পোস্টে যোগ করেছেন, ‘আমার দেশ ছাড়ার ইচ্ছা নেই।’ খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















