National Sports Day: ''সমস্ত ক্রীড়াবিদদের জন্য দেশ গর্বিত'', জাতীয় ক্রীড়া দিবসে প্রধানমন্ত্রীর স্মরণে ধ্যানচাঁদ
Narendra Modi On National Sports Day: চলতি বছরের ক্রীড়া দিবসের থিম সমাজকে সুস্থ-সবল করে তুলতে অপরিহার্য খেলাধুলো। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে কিংবদন্তি ধ্যান চাঁদকে হকির জাদুকর হিসেবেও পরিচিত।

নয়াদিল্লি: আজ জাতীয় ক্রীড়া দিবস। প্রয়াত কিংবদন্তি ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদের জন্মদিনটিকেই জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় গোটা দেশজুড়ে। ২০১২ সাল থেকে যা পালন হয়ে আসছে। অর্থাৎ চলতি বছরে ১২ তম ন্যাশনাল স্পোর্টস ডে বা রাষ্ট্রীয় খেল দিবস। ধ্যান চাঁদকে সম্মান জানানোর পাশাপাশি দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের স্মরণ করার জন্য এই দিনটিকে বেছে নেওয়া হয়। এই বিশেষ দিনে দেশের সব ক্রীড়াবিদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়াত ধ্যানচাঁদের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
On National Sports Day, my greetings to all sportspersons. India is proud of their contributions to the nation. I pay homage to Major Dhyan Chand Ji as well on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) August 29, 2023
চলতি বছরের ক্রীড়া দিবসের থিম সমাজকে সুস্থ-সবল করে তুলতে অপরিহার্য খেলাধুলো। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অন্যতম নক্ষত্র কিংবদন্তি ধ্যান চাঁদকে হকির জাদুকর হিসেবেও পরিচিত। সবুজ ঘাসে তাঁর হকি স্টিকের কাজ মোহিত করেছিল দেশবাসীকে। এনে দিয়েছিল একাধিক খ্যাতি,সম্মান।
১৯০৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্ম নিয়েছিলেন ধ্যান চাঁদ। ১৯২৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত হকির বিশ্ব পেয়েছিল তাঁকে। যার মধ্যে ১৮৫ ম্যাচে ৪০০-র বেশি গোল করেছেন তিনি। ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ পরপর তিনটি অলিম্পিক্সে ভারতকে সোনা জয়ের হ্যাটট্রিক (India Wins Olympic Gold) করানোর পিছনে অন্যতম বড় ভূমিকা ছিল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা হকি খেলোয়াড়ের (Hockey Player)। সাফল্যের নিরিখে অপ্রতিন্দ্বন্দ্বী ধ্যান চাঁদের ভারতীয় ক্রীড়াক্ষেত্রের জন্য করা বিভিন্ন নজিরকে অবিস্মরণীয় করে রাখতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁর জন্মদিনটিকেই বেছে নেওয়া হয় জাতীয় ক্রীড়া দিবস হিসেবে।
সময়ের সঙ্গে জীবন থেকে খেলাধুলো-শরীরচর্চার চল কমছে। স্ট্রেস ও কাজের চাপের মাঝে তরতাজা থাকতে খেলার বিকল্প নেই, সেই কথাটাই এবারের থিমের মাধ্যমে দেশবাসীকে (Indians) স্মরণ করিয়ে দেওয়ার ভাবনা নেওয়া হয়। জাতীয় ক্রীড়াদিবসের মঞ্চে সাধারণত সরকারের পক্ষ থেকে বিভিন্ন আর্থিকভাবে পিছিয়ে থাকা অথচ উজ্জ্বল ক্রীড়া নক্ষত্রদের আর্থিক সাহায্য থেকে উৎসাহ প্রদান করা হয়ে থাকে। শুধু শরীর-স্বাস্থ্য ভাল রাখাই নয়, খেলার মাধ্যমে (Utility of Sports) তৈরি হয় একাত্মবোধ। ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে একসঙ্গে সবাইকে নিয়ে চলার পাথেয় হিসেবে যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করেন সকলে।






















