IND vs PAK: এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে ভারত? কী বলছেন বোর্ড সভাপতি রজার বিনি?
IND vs PAK Asia Cup: বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করে দেন যে আগামী বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল।
মুম্বই: বোর্ডে সভাপতি হিসেবে কাজ শুরু করে দিয়েছেন। আর শুরুতেই ভারত-পাক দ্বৈরথ নিয়ে মুখ খুললেন রজার বিনি। আগামী বছর এশিয়া কাপে আদৌ কি অংশগ্রহণ করবে টিম ইন্ডিয়া? বিনি বলছেন, এই বিষয়টি বোর্ডের হাতে নেই। পুরোটাই কেন্দ্রীয় সরকারের হাতে।
কী বলছেন বিনি?
নতুন বোর্ড সভাপতি রজার বিনি বলছেন, ''এটা আমাদের হাতেই নেই একদম। আমরা বলতেই পারব না যে কোন দেশে আমাদের ক্রিকেট দল খেলতে যাবে। তা পুরোটাই আমাদের দেশের সরকারের ওপর নির্ভর করছে। সরকারের দিকেই তাকিয়ে রয়েছি আমরা।''
মুম্বইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করে দেন যে আগামী বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল। এমনকী তিনি এমনও বলেন যে পাকিস্তানে নয়, এশিয়া কাপ আয়োজিত করা হবে। আর এরপপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে। তাদের তরফে বলা হয়েছে যে যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে টিম ইন্ডিয়া, তবে তারাও ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। এমনকী এশিয়া ক্রিকেট কাউন্সিলের সদস্যপদও ছাড়তে রাজি তারা।
কী বলছেন জয় শাহ?
এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ''এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে কথাটা বলছি। আগামী বছর নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ হবে। আমাদের পাকিস্তান যাওয়ার উপায় নেই। আবার পাকিস্তানেরও ভারতে আসার উপায় নেই। তাই নিরপেক্ষ কেন্দ্রে যে ভাবে এশিয়া কাপ হয়েছে আগে, সে ভাবেই হবে।''
পাল্টা প্রতিক্রিয়া পিসিবির