T20 World Cup 2024: আমিরশাহিকে হারিয়ে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন নেপালের
Nepal T20 World Cup 2024: ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৪ রান তুলে নেয় আমিরশাহির দলটি। জবাবে রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেপাল।
কাঠমাণ্ডু: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) খেলার যোগ্যতা অর্জন করল নেপাল (Nepal Cricket)। এদিন যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় এশিয়ার এই দলটি। নিজেদের ঘরের মাঠে রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় নেপাল। এদিন প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৪ রান তুলে নেয়। জবাবে রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেপাল।
এদিন প্রথমে ব্যাট করতে নেমেছিল সংযুক্ত আরব আমিরশাহি দল। অধিনায়ক মহম্মদ ওয়াসিম ও খালিদ শাহ নেমেছিলেন ওপেনিংয়ে। ওয়াসিম ২৬ রান করেন। শাহ ৩ রানে আউট হন। আমিরশাহি দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন অরবিন্দ। এছাড়া আর কোনও ব্যাটারই বড় রান পাননি। রান তাড়া করতে নেমে নেপাল ২ উইকেট হারালেও অধিনায়ক রোহিত ৩৪ ও আসিফ ৬৪ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। এই টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে ওমান জয় পেয়েছে বাহরিনের বিরুদ্ধে। তারা ১০ উইকেটে প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছে। ওমানও আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।