WTC Point Table: ভারত, অস্ট্রেলিয়াকে টেক্কা, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল নিউজিল্যান্ড
World Test Championship: প্রথমবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিল কিউয়ি শিবির। আগামী বছর আরও একটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথে এই জয় অনেকটাই সাহায্য করবে মিচেল, ল্যাথামদের।
দুবাই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮১ রানের বিশাল ব্যবধানে টেস্ট ম্যাচ জিতেছে কিউয়িরা। আর এই জয়ের সুবাদে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এল কেন উইলিয়ামসনের দল। তারা ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে সবার উপরে চলে এল। উল্লেখ্য, প্রথমবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিল কিউয়ি শিবির। আগামী বছর আরও একটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথে এই জয় অনেকটাই সাহায্য করবে মিচেল, ল্যাথামদের।
এই মুহূর্তে নিউজিল্যান্ড সবার উপরে আছে। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া ও তৃতীয় স্থানে নেমে গিয়েছে ভারত। বাংলাদেশ ৪, পাকিস্তান ৫ ও ওয়েস্ট ইন্ডিজ ৬ নম্বরে রয়েছে। দক্ষিণ আফ্রিকা এই বড় হারের পর টেবিলে সাতে নেমে গিয়েছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ৩টি ম্যাচ খেলেছে কিউয়িরা। দুটো ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছে তারা। আর এই একটি ম্যাচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পেরেছে সাউদির দল।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ২ ইনিংসেই শতরান করেছেন কেন উইলিয়ামসন। এই মুহূর্তে তাঁর শতরানের সংখ্যা ৩১। টেস্টে আরও একটা মাইলফলক স্পর্শ করলেন কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নেমেছে নিউজিল্যান্ড। বে ওভালে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে কিউয়ি তারকা ব্যাটার ১১২ রানে অপরাজিত রয়েছেন। এই শতরান করার সঙ্গে সঙ্গেই টেস্টে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর তালিকায় বিরাট কোহলি ও ডন ব্র্যাডম্য়ানকে টপকে গেলেন। ২ জনের ঝুলিতেই টেস্টে রয়েছে ২৯টি সেঞ্চুরি। কেনের ঝুলিতে বর্তমানে ৩০টি শতরান। ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটের সঙ্গে একই সারিতে রয়েছেন বর্তমানে কেন।
রাজকোট টেস্টে নেই বুমরা?
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে দুর্দান্ত ফর্মে ছিলেন। শেষ টেস্ট মোট ৯ উইকেট নিয়েছেন। তার মধ্যে প্রথম ইনিংসেই প্রতিপক্ষ শিবিরের ৬ উইকেট একাই তুলে নিয়েছিলেন। যশপ্রীত বুমরার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ক্রিজে সেট হতেই হিমশিম খেতে হয়েছে ব্যাটারদের। তবে সূত্রের খবর বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে রাজকোট টেস্টে হয়ত খেলবেন না এই ডানহাতি তারকা পেসার। আগের ম্যাচে সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাঁর বদলে খেলেছিলেন মুকেশ কুমার। বুমরা বিশ্রাম পেলে হয়ত একাদশে ফিরে আসবেন সিরাজ। কারণ মহম্মদ শামিকে পুরো সিরিজেই পাওয়া যাবে না।