Neil Wagner: একাদশে সুযোগ মিলছিল না, আচমকাই সিরিজের মাঝপথে ক্রিকেটকে বিদায় কিউয়ি পেসারের
Neil Wagner Retirement Update: এরপরই কিউয়ি কোচ গ্যারি স্টিডের সঙ্গে বৈঠক করেন ৩৭ বছরের অভিজ্ঞ পেসার। আর বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেন ওয়াগনার।
ওয়েলিংটন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় (International Cricket Retirement) জানালেন নেইল ওয়াগনার (Neil Wagner)। নিউজিল্যান্ডের (New Zeland) বাঁহাতি এই পেসার দেশের জার্সিতে মোট ৬৪টি ম্য়াচ খেলেছেন। সাদা পোশাকের ক্রিকেটে দেশের জার্সিতে পঞ্চম সর্বাধিক উইকেট শিকারি ওয়াগনার। এই মূহূর্তে আগামী ২৯ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে কিউয়িরা। সেই সিরিজের দলে রয়েছেন তিনি। কিন্তু ম্যাচের প্রথম একাদশে সু্যোগ পাবেন না এটা প্রায় নিশ্চিত। তার জন্যি এই সিদ্ধান্ত। প্রথম টেস্ট দলের সঙ্গে থাকলেও দ্বিতীয় টেস্টের আগেই দল ছেড়ে বেরিয়ে যাবেন এই অভিজ্ঞ বাঁহাতি পেসার। কিউয়ি কোচ গ্যারি স্টিডের সঙ্গে বৈঠক করেন ৩৭ বছরের অভিজ্ঞ পেসার। আর বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেন ওয়াগনার।
নিজের সোশ্য়াল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করে ওয়াগনার বলেন, ''আমি জানতাম সময়টা এগিয়ে আসছে। গত সপ্তাহে আমি নিজের ভবিষ্যৎ নিয়ে বিস্তর চিন্তা-ভাবনা করি। তার পরেই সিদ্ধান্ত নিই যে এটাই সঠিক সময় নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার। অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবে এটাই সেরা সময়। বাকিরা দলটাকে এগিয়ে নিয়ে যাবে। ব্যাটনটা তাঁদের হাতে এখন।''
View this post on Instagram
উল্লেখ্য, ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় ওয়াগনারের। সেই থেকে ১২ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে খেলেছেন ও অনেক স্মরণীয় ম্য়াচ জিতিয়েছেন। ২৭.৫৭ গড়ে সংগ্রহ করেছেন ২৬০টি উইকেট। এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে পাঁচবার। টেস্ট স্পেশালিস্ট পরিচয় পাওয়া ওয়াগনার অবশ্য দেশের জার্সিতে কোনও সীমিত ওভারের ফর্ম্য়াটে ম্য়াচ খেলার সুযোগ পাননি।
প্রথম শ্রেণির ক্রিকেটে নিল ওয়াগনার ছিলেন ধারাবাহিক পারফর্মার। ২০৫টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেছেন। সেখানে ২৭, ১৬ গড়ে মোট ৮২১ উইকেট নিয়েছেন। তার মধ্যে ৩৬ বার ঝুলিতে রয়েছে পাঁচ বা তার বেশি শিকার এক ইনিংসে। ম্য়াচে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছেন ২ বার। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্য়াট হাতেও নজর কেড়েছিলেন ওয়াগনার। মোট ১০টি অর্ধশতরান-সহ ৩৫৮৮ রান সংগ্রহ করেছেন তিনি।
প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড খেতাব জিতেছিল। সেবার ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল কিউয়িরা। সেই ম্য়াচে নিউজিল্যান্ডের বোলিং লাইন আপকে নেতৃত্বে দিয়েছিলেন ওয়াগনার। একাই প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন ভারতের টপ অর্ডারকে।