এক্সপ্লোর
Advertisement
অভিষেক টেস্টে অদ্ভূত রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের সুনীল অ্যামব্রিস
ওয়েলিংটন: নিউজিল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট আজ থেকে শুরু হয়েছে। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সুনীল অ্যামব্রিস এক অদ্ভূত নজির গড়লেন। টসে জিতে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। কিন্তু কিউই বোলিং অ্যাটাকের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। ৪৫.৪ ওভারে মাত্র ১৩৪ রান করে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
অ্যামব্রিসেরএই ম্যাচে অভিষেক হল। প্রথম বলেই তিনি আউট হন।তিনি হিট উইকেট আউট হন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও ব্যাটসম্যান অভিষেক ম্যাচে প্রথম বলে হিট উইকেট আউট হলেন।
ইনিংসের ৩০ তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। ওই সময় দলের স্কোর ছিল ৮০। নিউজিল্যান্ডের নিল ওয়েগনারের শর্টপিচ বল খেলতে গিয়ে স্ট্যাম্পে পা লেগে যায় অ্যামব্রিসের।
ওয়েস্ট ইন্ডিজের কোনও ব্যাটসম্যানও হাফসেঞ্চুরি করতে পারেননি। সর্বাধিক রান কায়রন পাওয়েলের। তিনি করেন ৪২ রান।
ওয়েগনার সাত উইকেট দখল করেন।
অ্যামব্রিস নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১৪৫ বলে ১৫৩ রান করেছিলেন। অভিষেক ম্যাচে এরকম জঘন্যভাবে আউট হয়ে তিনি খুবই হতাশ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement