এক্সপ্লোর
Advertisement
দাদার গোল!আনন্দ করতে গিয়ে কাঁধের হাড় সরে গেল নেইমারের বোনের
নয়াদিল্লি: তিন মাসের চোট সারিয়ে বিশ্বকাপে খেলতে নেমেছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। দলের প্রথম ম্যাচে গোল পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ব্রাজিল সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে গোল করেন নেইমার। আর দাদাকে গোল করতে দেখে উল্লাসে ফেটে পড়েন নেইমারের বোন। উল্লাস এতটাই প্রবল যে তাঁর কাঁধের হাড়ই সরে গেল।
ব্রাজিলের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচে ইনজুরি টাইমে নেইমারের গোল দেখে আবেগে ফেটে পড়েন তাঁর বোন রাফায়েল্লা স্যান্টোস। উল্লাসে লাফালাফি করতে গিয়ে এক বন্ধুর সঙ্গে ধাক্কা খেলেন তিনি।এতে হাতে চোট পেলেন তিনি।
পরে বাঁহাতে ব্যান্ডেজ সহ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাফায়েল্লা।
কোস্টারিকার বিরুদ্ধে ব্রাজিল জিতেছিল ২-০ গোলে। শেষ বাঁশি বাজার আগে নেইমার গোল দেন। ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। চোট ঘিরে অনিশ্চয়তার পর দলে ফেরা, প্রত্যাশার চাপ কাটিয়ে ছন্দে ফেরার আনন্দে চোখে জল এসে যায় তাঁর।
গতকাল সার্বিয়ার বিরুদ্ধে অবশ্য একের পর এক সুযোগ পেয়েও গোল করতে পারেননি নেইমার। যদিও ব্রাজিল ম্যাচ জিতে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement