Commonwealth Games: কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে দেশকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন নিখাত, লভলিনা
Commonwealth Games 2022: আগামী মাসের ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে এবারের কমনওয়েলথ গেমস। চলবে অগাস্টের ৮ তারিখ পর্যন্ত। মেরি কমকে পাওয়া যাবে না টুর্নামেন্টে। তাঁর চোট রয়েছে।
নয়াদিল্লি: চোট পেয়ে ছিটকে গিয়েছেন মেরি কম। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেখতে পাওয়া যাবে না ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা কিংবদন্তী বক্সারকে। তাই ভারতকে এবার বক্সিং থেকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন নিখাত জারিন ও লভলিনা বড়গোঁহাই। প্রথম জন কিছুদিন আগেই প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। অন্য়দিকে লভলিনা গত বছর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী।
নজরে নিখাত ও লভলিনা
আগামী মাসের ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে এবারের কমনওয়েলথ গেমস। চলবে অগাস্টের ৮ তারিখ পর্যন্ত। নিখাত জারিন কিছুদিন আগেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি ৫০ কেজি বিভাগে অংশ নেবেন প্রতিযোগিতায়। অন্যদিকে লভলিনা বড়গোঁহাই ৭০ কেজি বিভাগে অংশ নেবেন। নীতু ৪৮ কেজি ও জেইসমিন ৬০ কেজি বিভাগে ট্রায়ালে অংশ নিয়েছিলেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও টোকিও অলিম্পিক্সে সাফল্যের পর এবার কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে পদকের আশা রয়েছে।
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে খেতাব নিখাতের
মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (IBA Women's World Boxing Championships) ৫২ কেজি বিভাগে সোনা (Gold) জেতেন ভারতের নিখাত জারিন। ফাইনালে তিনি হারিয়ে দেন তাইল্যান্ডের জুতামাস জিতপঙ্গকে। ৫-০ ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে নেন নিখাত। পঞ্চম ভারতীয় বক্সার হিসেবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন নিখাত।
মেরি কমের আগে ভারতের হয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে এম সি মেরি কম, সরিতা দেবি, জেনি আর এল ও লেখা কে.সি। এঁদের মধ্যে মেরি কম নিজেই ৬ বার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন।
এর আগে সেমিফাইনালে তিনি ব্রাজিলের ক্যারোলিন ডে আলমেইডাকে ৫-০ ফলে হারিয়ে দিয়েছেন। বিচারকরা সর্বসম্মতিক্রমেই নিখাতকে বিজয়ী ঘোষণা করেন।ইস্তাম্বুলে এই বক্সিং চ্যাম্পিয়নশিপে মোট ১টি সোনা, ২টো ব্রোঞ্জ জিতেছে ভারত। তবে নিখাত ফাইনালে উঠলেও, সেমিফাইনালে হেরে গিয়ে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের অপর দুই বক্সার মণীষা মৌন ও পারভিন হুডাকে। ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে ইতালির ইরমা টেস্টার কাছে ০-৫ ফলে হেরে যান মণীষা। অন্যদিকে, ৬৩ কেজি বিভাগের সেমিফাইনালে আয়ারল্যান্ডের অ্যামি সারা ব্রডহার্স্টের কাছে ১-৪ ফলে হেরে যান পারভিন।
আরও পড়ুন: উমরানের আগুনে গতির বল, নেটে ব্যাট ভাঙল পন্থের