এক্সপ্লোর
Advertisement
ফেডারেশনের নতুন ভাবনায় বঙ্গ ফুটবলে আশঙ্কার মেঘ
নয়াদিল্লি: বঙ্গ ফুটবল কি আরও প্রাসঙ্গিকতা হারাবে? গুরুত্বহীন হয়ে পড়বে কলকাতা লিগ? মঙ্গলবার নয়াদিল্লিতে এআইএফএফের বৈঠকের পর এমনই আশঙ্কা করছে বঙ্গ ফুটবলমহল৷ মঙ্গলবার নয়াদিল্লির পাঁচ তারা হোটেলে ভারতের ২৯টি ক্লাবের সঙ্গে বৈঠকে বসেন ফেডারেশন ও আইএসএল কর্তৃপক্ষ৷ যেখানে সিদ্ধান্ত হয়েছে বেশ কয়েকটি বিষয়ে। ক্লাব-ফেডারেশন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে---
১. আইএসএল ও আইলিগ একসাথে চলবে৷
২. ফুটবলাররা একটাই টুর্নামেন্ট খেলতে পারবেন৷ হয় আইলিগ, নয় আইএসএল৷
৩. আইলিগের সেরা ৪টি দল ও আইএসএলের সেরা ৪টি দল নিয়ে হবে ইন্ডিয়ান সুপার কাপ৷
৪. সুপার কাপের চ্যাম্পিয়ন ও রানার্স দল খেলবে এএফসি কাপ৷
৫. ফুটবল মরসুম হবে ৭ মাসের৷
তবে পুরানো নিয়মানুযায়ী আইলিগের চ্যাম্পিয়নরা খেলবেন এসিএল প্লে অফ৷ কিন্তু এই নিয়মে আইলিগের ক্লাবগুলির চিন্তা বাড়বে বলে ধারনা বিশেষজ্ঞমহলের৷ কারন, দেশের ভালমানের ফুটবলাররা বেশি অর্থের কারনে, আইএসএলেই ঝুঁকে থাকবে৷ তখন আইলিগ ক্লাবগুলি ভালমানের ফুটবলার পেতে সমস্যা হবে বলে মত ফুটবলমহলের একাংশের৷ শুধু তাই নয়, এই আইলিগ ও আইএসএলের জোর দেওয়ায়, কলকাতা লিগের মত ঘরোয়া টুর্নামেন্ট মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ সব মিলিয়ে বৈঠকের পর কলকাতার ক্লাবগুলি নতুন চিন্তায়৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement