এক্সপ্লোর
Advertisement
রিও অলিম্পিক ডোপ মুক্ত না-ও থাকতে পারে, আশঙ্কা বোল্টের
রিও ডি জেনেইরো: এবারের অলিম্পিকে যাঁদের পাশে দৌড়বেন, তাঁদের মধ্যে কেউই যে ডোপিং করবেন না সে বিষয়ে নিশ্চিত নন উসেইন বোল্ট। জামাইকার এই কিংবদন্তি অ্যাথলিট বলেছেন, ‘জীবনে কোনও বিষয়েই নিশ্চয়তা নেই। রিও অলিম্পিক পুরোপুরি ডোপ মুক্ত থাকার প্রতিশ্রুতি কেউই দিতে পারবে না। আমি অবশ্য ডোপিং নিয়ে ভয় পাই না। আমি ট্র্যাকে যাব এবং নিজের দৌড়ের দিকে নজর দেব।’
বেজিং ও লন্ডন অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার এবং ১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন বোল্ট। এবারও তিনটি সোনাই জিততে চান তিনি। পাশাপাশি ২০০ মিটারে নিজেরই বিশ্বরেকর্ড ১৯.১৯ সেকেন্ডের কম সময়ে দৌড়নোর লক্ষ্যে রিও এসেছেন বোল্ট। অলিম্পিকের মঞ্চ থেকে বিদায় নেওয়ার আগে তিনি নতুন রেকর্ড গড়তে চাইছেন।
রিও অলিম্পিক শুরু হওয়ার আগেই রাশিয়ার অ্যাথলিটদের বিরুদ্ধে ডোপিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে। বোল্টের প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন ও লাশন মেরিটও ডোপিংয়ের দায়ে নির্বাসিত হয়েছিলেন। সেই কারণেই ডোপ মুক্ত অলিম্পিক কল্পনা করতে পারছেন না বোল্ট। তবে তাঁর মতে, যে অ্যাথলিটরা ডোপিং করছেন তাঁদের চিহ্নিত করা হচ্ছে। অ্যাথলেটিক্সের জন্য বর্তমান সময়টা খারাপ। তবে এরপরেই ভাল সময় আসবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement