KL Rahul: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও নেই রাহুল! চূড়ান্ত হতাশ সমর্থকরা
IND vs WI T20I: সার্জারির পর কেএল রাহুল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেছিলেন বটে। কিন্তু দলের সঙ্গে সম্ভবত সফর করেননি তিনি।
ত্রিনিদাদ: কাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তার আগেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গেলেন ভারতীয় টি-টোয়েন্টি (IND vs WI T20I) দলের সদস্যরা। বিসিসিআই মঙ্গলবারই (২৬ জুলাই) নিজেদের সোশ্যাল মিডিয়ায় টি-টোয়েন্টি দলের ক্যারিবিয়ানে পৌঁছনোর সেই ভিডিও প্রকাশ করে।
ওয়েস্ট ইন্ডিজ পৌঁছল টি-টোয়েন্টি দল
বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে সবার প্রথমে অধিনায়ক রোহিত শর্মাকেই (Rohit Sharma) বাস থেকে নামতে দেখা যায়। তার পরপরই দীনেশ কার্তিক, ঋষভ পন্থরা নেমে হোটেলে প্রবেশ করেন। তবে এই তারকাদের মধ্যে একজনের অনুপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে অনুরাগীদের। তিনি হলেন কেএল রাহুল (KL Rahul)। দলের তারকা ওপেনার সদ্যই জার্মানিতে নিজের সার্জারি করান। তারপর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনও শুরু করেছিলেন। কিন্তু দলের সঙ্গে সম্ভবত সফর করেননি রাহুল।
Any news on KL Rahul!!!@klrahul @BCCI pic.twitter.com/zdirzB9cj2
— Athadu (@TheLoftedDrive) July 26, 2022
We Need Update on KLRahul Health 🚨#TeamIndiaNeedKLRahul @klrahul pic.twitter.com/7wJzd8lCaq
— KLRAHUL TRENDS™ (@KLRahulTrends_) July 26, 2022
Looks like kl is ruled out
— Rohit (@rohit_0718) July 26, 2022
@BCCI give update about him🙏🙏🙏🙏#TeamIndiaNeedKLRahul pic.twitter.com/ieXvpogJXN
— Marvin. A (@MarvinA22580515) July 26, 2022
Why KL Rahul there ? Is he not available ?
— Ghansham Patil (@GhanshamforRevo) July 26, 2022
প্রথম থেকেই রাহুলের এই সিরিজে অংশগ্রহণ নির্ভরশীল ছিল ফিটনেসের উপর। তাই শঙ্কা একটা ছিল বটে। তবে সম্ভবত ফিট হয়ে গেলেও, সদ্যই দুর্ভাগ্যবশত ভারতের সহ-অধিনায়ক করোনার কবলে পড়েন। সেই কারণেই তিনি ক্যারিবিয়ান সফরে দলের সঙ্গে যাননি। অবশ্য রাহুলের সঙ্গে কুলদীপ যাদবের ফিটনেস নিয়ে সংশয় থাকলেও, তিনি ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছেন। টি-টোয়েন্টি সিরিজে দলের হয়ে তার মাঠে নামার সম্ভাবনাও প্রবল।
ফিরছেন রোহিতরা
২৯ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে। ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হলেও, এই সিরিজে পন্থ, রোহিত শর্মা, ভুবনেশ্বর কুমারদের দলে কামব্যাক ঘটছে। টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরানো হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকেও। তবে যশপ্রীত বুমরা, বিরাট কোহলিরা টি-টোয়েন্টিতেও খেলবেন না। তাদের এই সিরিজের জন্যও বিশ্রাম দেওয়া হয়েছে। রাহুল সম্ভবত ভারতের জিম্বাবোয়ে সফরে একেবারে দলে ফিরবেন এবং দলকে হয়তো তিনিই নেতৃত্বও দেবেন।
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ খেলতে ত্রিনিদাদে পৌঁছে গেলেন রোহিত, পন্থরা