Gavaskar on Rohit : "রোহিত বা অন্য কেউ রান না পেলে কেউ প্রশ্ন তোলেন না", বিরাটের পাশে গাওস্কর
Sunil on Virat : এই ডানহাতি ব্যাটসম্যানকে টিম ম্যানেজমেন্টের আরও কিছুটা সময় দেওয়া উচিত বলে মনে করেন গাওস্কর...
নয়া দিল্লি : সময়টা সত্যিই খারাপ যাচ্ছে বিরাট কোহলির (Virat Kohli) ! ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম টি২০ (T20) ম্যাচ মিস করার পর পরের দুটিতে প্রত্যাবর্তন হয় কোহলির। কিন্তু, শেষ দুটি ম্যাচেও কোনও ছাপ ফেলতে পারেননি। যথাক্রমে ১ ও ১১ রান করেন তিনি। আর ব্যাট হাতে খারাপ ফর্মের জেরে সমালোচনার স্বীকার হতে হয়েছে বিরাটকে। একাধিক প্রাক্তন ক্রিকেটার, এমনকী ভক্তরাও বাক্যবাণে 'বিদ্ধ' করেছেন তাঁকে। কিন্তু, কোহলির পাশে দাঁড়ালেন অপর এক কিংবদন্তি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। কোহলিকে টিম ম্যানেজমেন্টের আরও কিছুটা সময় দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
কী বললেন সুনীল ?
কোহলির ফর্ম নিয়ে কি তিনি চিন্তিত ? Sports Tak-এর এই প্রশ্নের উত্তরে সুনীল বলেন, আমি বুঝতে পারি না যখন রোহিত শর্মা রান করেন না, তখন তা নিয়ে কেউ কথা বলেন না। যখন অন্য কোনও খেলোয়াড়ও রান করেন না, কেউ কথা বলেন না। ফর্ম সাময়িক, কিন্তু ক্লাসই চিরস্থায়ী।
আরও পড়ুন ; ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে থাকছেন না বিরাট ?
এদিকে কুঁচকিতে চোটের জেরে আজ, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নাও থাকতে পারেন বিরাট কোহলি। যদিও চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। তবে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোহলিকে একটা ব্রেক দিয়ে পরের দুটি ম্যাচের জন্য নিশ্চিত করতে চাইছে বলে খবর। আগামী ১৪ জুলাই লর্ডসে ও ১৭ জুলাই ম্যাঞ্চেস্টারে শেষ দুটি ম্যাচ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়েক এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, শেষ ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছেন বিরাট। তবে, ফিল্ডিং না ব্যাটিংয়ের সময় তিনি চোট পেয়েছেন তা বোঝা যাচ্ছে না। ওভালে প্রথম একদিনের ম্যাচে সম্ভবত তিনি থাকতে পারবেন না। কারণ, তাঁর বিশ্রাম প্রয়োজন।