বাংলাদেশে টি২০: এশিয়া একাদশে থাকবে না পাকিস্তানের কোনও ক্রিকেটার, জানাল বিসিসিআই
বিসিসিআই যুগ্মসচিব জয়েশ জর্জ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তেমন পরিস্থিতি তৈরি হওয়ার কোনও সম্ভাবনাই নেই
![বাংলাদেশে টি২০: এশিয়া একাদশে থাকবে না পাকিস্তানের কোনও ক্রিকেটার, জানাল বিসিসিআই No Pakistan cricketer to be part of Asia XI in Bangladesh T20s: BCCI বাংলাদেশে টি২০: এশিয়া একাদশে থাকবে না পাকিস্তানের কোনও ক্রিকেটার, জানাল বিসিসিআই](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/04/20001554/cricket-bat-ball.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে আয়োজিত ২টি টি-২০ ম্যাচের মাধ্যমে বাংলাদেশের প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি ইতিমধ্যেই এই ম্যাচগুলিকে সরকারি মর্যাদা দেওয়ার ঘোষণা করেছে। তবে, ভারত ও পাকিস্তানের মধ্যকার চলতি চাপানউতোরকে মাথায় রেখে সম্ভবত এই দুই দেশের মধ্যে যে কোনও একটি দেশের ক্রিকেটাররা এশিয়া একাদশ দলের প্রতিনিধিত্ব করবে। যদিও, বিসিসিআই যুগ্মসচিব জয়েশ জর্জ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তেমন পরিস্থিতি তৈরি হওয়ার কোনও সম্ভাবনাই নেই, কারণ, কোনও পাক ক্রিকেটারকে আমন্ত্রিতই করা হয়নি। তিনি বলেন, যতদূর আমরা জানি, এশিয়া একাদশে কোনও পাক ক্রিকেটার নেই। ফলত, একই দলে দুই দেশের ক্রিকেটারদের একসঙ্গে খেলার প্রসঙ্গ উঠছেই না। তিনি যোগ করেন, ভারতের কোন পাঁচ ক্রিকেটার ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তা সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্থির করবেন। সম্প্রতি, পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মন্তব্য করেন, ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পাকিস্তানের চেয়েও খারাপ। অন্য দলগুলির উচিত পাকিস্তানে সানন্দচিত্তে খেলা। মানি বলেন, আমরা প্রমাণ করেছি পাকিস্তান নিরাপদ। যদি কেউ আসতে না চায়, তাহলে তাদের প্রমাণ করতে হবে, পাকিস্তান নিরাপদ নয়। বর্তমানে, পাকিস্তানের চেয়ে ভারতে নিরাপত্তাজনিত বিপদের ঝুঁকি বেশি। উল্টোদিকে, সফলভাবে শ্রীলঙ্কা সিরিজ সম্পন্ন হওয়ার পর পাকিস্তানের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কারও মনে সন্দেহ থাকার কথা নয়। প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফও সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের চার-দেশীয় টেস্ট সিরিজের ভাবনাকে ‘অবাস্তব’ বলে উল্লেখ করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)