এক্সপ্লোর
একদিনের সিরিজে খেলতে কোনও সমস্যা নেই, জানিয়ে দিলেন বিরাট
![একদিনের সিরিজে খেলতে কোনও সমস্যা নেই, জানিয়ে দিলেন বিরাট No Problems Playing Sri Lanka Odis Kohli Clears Air একদিনের সিরিজে খেলতে কোনও সমস্যা নেই, জানিয়ে দিলেন বিরাট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/11192528/DGiQXaeUAAArXZ5.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে ট্যুইটার
ক্যান্ডি: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে খেলতে তাঁর কোনও অসুবিধা নেই বলে জানিয়ে দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। গতকাল থেকে জল্পনা শুরু হয়েছিল, এই সিরিজে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামির পাশাপাশি বিরাটকেও বিশ্রাম দেওয়া হতে পারে। তবে আজ সেই জল্পনা উড়িয়ে দিলেন বিরাট।
কাল থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। তার আগে আজ একদিনের সিরিজ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিরাট বলেছেন, ‘কে বলল আমি খেলব না? আমি জানি না কোন মহল থেকে এই খবর রটানো হয়েছে। তবে আমার খেলতে কোনও অসুবিধা নেই।’
একদিনের দল বেছে নেওয়া হবে রবিবার। প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছেন। বাকি দুই নির্বাচক দেবাঙ্গ গাঁধী ও শরণদীপ সিংহের সঙ্গে কনফারেন্সের মাধ্যমে তিনি দল বেছে নেবেন। বিরাটও এই বৈঠকে থাকবেন। তিনি জানিয়েছেন, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের নির্দিষ্ট পরিকল্পনা আছে। অধিনায়ক হিসেবে তিনিও মতামত পেশ করবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)