এক্সপ্লোর
Advertisement
দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও ধোনির মধ্যে কোনওরকম জড়তা নেই, জানালেন ঝাড়খণ্ডের কোচ
ঝাড়খণ্ডের কোচ আরও বলেছেন, ধোনি সবসময় কথা রাখে।
রাঁচি: গত বছরের জুলাইয়ে বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর আর খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু তা সত্ত্বেও তাঁর মধ্যে কোনওরকম জড়তা নেই। এমনই জানালেন ঝাড়খণ্ডের কোচ রাজীব কুমার। তিনি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি সত্যি বলছি, ধোনি বেশ কিছুদিন ধরে অনুশীলন করেনি বলে আমি ভেবেছিলাম ওর মধ্যে কিছুটা জড়তা থাকবে। ওর সঙ্গে শেষবার যখন আমার কথা হয়েছিল, তখন ও বলেছিল, জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে। সেই কথা অনুযায়ীই ও অনুশীলন শুরু করেছে।’
ঝাড়খণ্ডের কোচ আরও বলেছেন, ‘ধোনি সবসময় কথা রাখে। ঝাড়খণ্ডের অন্য সব সাধারণ ক্রিকেটারের মতোই ও অনুশীলন করছে। তবে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এটা দেখে যে, নেটে ব্যাটিং অনুশীলন করার সময় পেসার হোক বা স্পিনার, ও বেশিরভাগ বলই সোজা ব্যাটে খেলছে। ও আর পাঁচজন ব্যাটসম্যানের মতোই থ্রোডাউন নিয়েছে। জাতীয় দলের হয়ে ফের খেলা নিয়ে ওর সঙ্গে আমার কোনও কথা হয়নি। তবে ও আইপিএল-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ঝাড়খণ্ডের সিনিয়র দল রবিবার থেকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে ব্যস্ত থাকবে। ধোনি যতদিন রাঁচিতে আছে, ও অনুশীলন করবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement