T20 World Cup: বিরাট-হীন টপ অর্ডার, কোহলিকে প্রথম তিন থেকে ছেঁটেই ফেললেন গম্ভীর
T20 World Cup 2022: প্রাক্তন ভারতীয় ওপেনার ও বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য গৌতম গম্ভীর (Gautam Gambhir) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের টপ অর্ডার বেছে নিয়েছেন।
নয়াদিল্লি: চলতি বছরের শেষেই অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর। আর তার জন্য় প্রতিটি দলই তাঁদের সম্ভাব্য স্কোয়াড বেছে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে। প্রাক্তন ভারতীয় ওপেনার ও বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য গৌতম গম্ভীর (Gautam Gambhir) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের টপ অর্ডার বেছে নিয়েছেন। আর চমকপ্রদভাবে সেই টপ অর্ডারে তিনি রাখেননি বিরাট কোহলিকে।
গম্ভীরের পছন্দের টপ অর্ডার
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গৌতম গম্ভীর ওপেনিং জুটিতে রেখেছেন রোহিত শর্মা ও ঈশান কিষাণকে। বিরাট নেতৃত্ব থেকে সরে দাঁড়ানাের পর এখনও তিন ফর্ম্য়াটেই জাতীয় দলের নেতৃত্বভার সামলাচ্ছেন রোহিত। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে তিনি বিশ্রামে রয়েছেন। অন্যদিকে চলতি সিরিজে রান পেয়েছেন ঈশান কিষাণ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২ জনেই ওপেন করেন একসঙ্গে। আর তাছাড়া বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনের জন্য় ওপেনিং জুটিতে এই দুজনকে রেখেছেন গম্ভীর। তিন নম্বর পজিশনে আরেক মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটার সূর্যকুমার যাদবকে রেখেছেন প্রাক্তন বাঁহাতি ওপেনার। সেক্ষেত্রে গম্ভীর যে লখনউ সুপারজায়ান্টসের মেন্টর, সেই দলের অধিনায়ক কে এল রাহুলকেও প্রথম তিনে জায়গা দেননি গম্ভীর। যদিও আইপিএলে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন রাহুল। সমর্থকরা গম্ভীরের বাছাই করা প্রথম তিন দেখে অবাক হয়েছেন।
উল্লেখ্য, প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি এই মুহূর্তে একদমই নিজের সেরা ফর্মের ধারেকাছে নেই। আইপিএলে মাত্র একটি অর্ধশতরান এসেছে। কিন্তু তিনটি ম্যাচে খাতাই খোলার সুযোগ পাননি। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের শেষ শতরান এসেছিল ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে। এরপর থেকে আর সেঞ্চুরি পাননি তিনি। নেতৃত্ব হারিয়েছেন, বিতর্কে জড়িয়েছেন। অনেক প্রাক্তন ক্রিকেটারই বিরাটকে পরামর্শ দিয়েছেন যে কিছুদিন বিশ্রাম নেওয়ার। এবার গম্ভীর তাঁর টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের সম্ভাব্য স্কোয়াডে বিরাটের পছন্দের তিন নম্বর পজিশন থেকেও সরিয়ে দিলেন তাঁকে।
আরও পড়ুন: ''কম জ্বালানি নিয়েও ঝড়ের মধ্যে নিরাপদ অবতরণ'', ভাইরাল অমিত মিশ্রার ট্যুইট