(Source: ECI/ABP News/ABP Majha)
India Tour of Sri Lanka: শ্রীলঙ্কা সফরে অধিনায়ক শিখর, ডেপুটি ভুবি, দলে একঝাঁক তরুণ তুর্কি
সবকটি ম্যাচ হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে
মুম্বই: শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন শিখর ধবন। আগামী জুলাই মাসে ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টি২০ ম্যাচের সিরিজ খেলতে দ্বীপরাষ্ট্রে যাবে টিম ইন্ডিয়া। তবে চলতি মাসে ইংল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট সিরিজের ফাইনাল ও অগাস্টের শুরু থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। আর বর্তমান করোনা আবহের মাঝে ভারতের প্রথম একাদশকে ইংল্যান্ডেই রেখে কার্যত শুধু শ্রীলঙ্কা সফরের জন্য এই দলটি বেছে নেওয়া হয়েছে।
বিরাট কোহলি, রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়কত্বের আর্মব্যান্ড পাচ্ছেন শিখর ধবন। দলের সহ অধিনায়ক করা হয়েছে ভুবনেশ্বর কুমারকে। পাশাপাশি নীতিশ রাণা, রুতুরাজ গায়কোয়াড়, কৃষ্ণাপ্পা গোথাম, দেবদত্ত পাড়িক্কল, চেকন সাকারিয়া, একঝাঁক তরুণ তুর্কিকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়া হয়েছে। হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিশানের মতো গত কয়েকবছরে ক্রমাগত ভালো ক্রিকেট খেলা ক্রিকেটাররাও রয়েছেন যে দলে। নেট বোলার হিসেবে দলে সুযোগ পেয়েছেন বাংলার ঈশান পোড়েল, ইশানের পাশাপাশি সন্দীপ ওরায়িয়র, অর্শদীপ সিংহ, সাই কিশোর ও সিমরজিৎ সিংহও নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছেন।
১৩ জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে সিরিজ। ১৩, ১৬ ও ১৮ জুলাই আয়োজিত হবে তিনটি একদিনের আন্তর্জাতিক। যার ঠিক পরেই ২১, ২৩ ও ২৫ জুলাই তিনটি টি২০ ম্যাচ। দুই সিরিজের সবকটি ম্যাচই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে কেলা হবে বলেই জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড :
শিখর ধবন (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), পৃথ্বী শা, দেবদত্ত পাড়িক্কাল, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, মনীশ পাণ্ডে, হার্দিক পাণ্ড্য, নীতিশ রাণা, ইশান কিশান, সঞ্জু স্যামসন, যুযবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গোথাম, ক্রুণাল পাণ্ড্য, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, দীপক চাহার, নভদীপ সাইনি, চেতন সাকারিয়া।