Nehra On Rinku: ''ধারাবাহিক পারফরম্যান্স জাতীয় দলের জার্সিতে'', রিঙ্কু ভাগ্য কি ফের বদলাতে চলেছে?
IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ১৪ বলে অপরাজিত ২২ প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে ৯ বলে অপরাজিত ৩১। অনেকেই তো বলছেন ধোনির পর এই মুহূর্তে রিঙ্কুই দেশের সেরা ফিনিশার।
নয়াদিল্লি: আইপিএলে গত মরসুমে নিজের জাত চিনিয়েছিলেন। গুজরাত টাইটান্সের(Gujrat Titans) বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে ৩০ রান বোর্ডে তুলে বিশ্বকে চমকে দিয়েছিলেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। এরপর সেখান থেকে জাতীয় দলে পা রাখা। নীল জার্সিতেও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে যখনই মাঠে নেমেছেন ভাল পারফর্ম করেছেন। লোয়ার অর্ডারে নেমে ৭ ম্যাচে এখনও পর্যন্ত ১২৮ রান করেছেন। গড়ও ১২৮। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ১৪ বলে অপরাজিত ২২ প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে ৯ বলে অপরাজিত ৩১। অনেকেই তো বলছেন ধোনির পর এই মুহূর্তে রিঙ্কুই দেশের সেরা ফিনিশার। তবে এই 'ফিনিশার' তকমা গায়ে সেঁটে যাক রিঙ্কুর, এমনটা চান না আশিস নেহরা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এমনও মনে করেন যে শুধু টি-টোয়েন্টি নয়, খুব দ্রুত ওয়ান ডে ফর্ম্যাটেও দেখা মিলবে উত্তরপ্রদেশের এই বাঁহাতি ব্য়াটারের।
এক সাক্ষাৎকারে গুজরাত টাইটান্সের হেডকোচ বলছেন, ''আমরা রিঙ্কুর এমন ধরণের ইনিংস এর আগেও দেখেছি। এই প্রথম ও এভাবে খেলছে না। শুধু ব্য়াটিংই নয়, মাঠে যেভাবে নিজেকে ব্য়স্ত রাখে, তার থেকেই বোঝা যায় যে রিঙ্কু আদ্য়োপান্ত একজন টিমম্যান। ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ বলাই যায় রিঙ্কুকে।আমরা শুধু টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ওর ব্যাটিং নিয়ে কথা বলি। কিন্তু কে না বলতে পারে যে ওয়ান ডে ফর্ম্য়াটেও কিছুদিন পর থেকে রিঙ্কুকে দেখা যাবে না।''
এরপরই নেহরা বলেন, ''আমি ব্যক্তিগতভাবে ফিনিশার শব্দটি খুব একটা পছন্দ করি না। দলের যে কোনও ব্যাটারই ফিনিশার হতে পারেন। আমি উদাহরণস্বরূপ বলতে পারি এই রিঙ্কুই যদি এক দুটো ম্যাচে ফিনিশার হিসেবে ব্যর্থ হয়, তবে কিন্তু ওকে আমরা টপ অর্ডারেও খেলাতে পারি। রিঙ্কু চার, পাঁচ নম্বর যে কোনও পজিশনেই ব্যাটিং করতে পারে।''
উল্লেখ্য়, গতকাল ব্যাট হাতে নামার সুযোগ পাননি রিঙ্কু। ম্য়াচও ভারত হেরে যায় ম্যাক্সওয়েল ঝড় থামাতে না পেরে। 'ম্যাড ম্যাক্স' ঝড়ের সাক্ষী থাকল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে ম্যাচ শেষে সেই ম্যাক্সওয়েলকেই কিন্তু প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্য। ভারতীয় অধিনায়ক বলেন, 'আমরা শুধু ম্যাক্সিকে আউট করার চেষ্টায় ছিলাম। এটাই আমাদের একমাত্র পরিকল্পনা ছিল। ২২২ রান ডিফেন্ড করা হলেও, মাঠে এত শিশির ছিল যে বোলারদের তেমন কিছু করার ছিল না। ওরা শুরুতে কয়েকটা উইকেট হারালেও, হাতেও বেশ কয়েকটা উইকেট ছিল। তাই ম্যাচ সবসময়ই ওরা লড়াইয়ে ছিল। আমি জলপানের বিরতির সময় সবাইকে বলছিলাম যে আমাদের ম্যাক্সওয়েলকে দ্রুত আউট করতে হবে। তবে ও যেটা করল, সেটা একেবারে অস্বাভাবিক।'