এক্সপ্লোর
Advertisement
লোঢা সুপারিশের বিরোধিতায় আইসিসি-কে প্রভাবিত করেননি, সুপ্রিম কোর্টকে অনুরাগ
নয়াদিল্লি: লোঢা মামলার ভাগ্য এখনও অজানা৷ মামলার রায় আপাতত সংরক্ষিতই রাখল সুপ্রিম কোর্ট৷ তবে, বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর এদিন হলফনামা দাখিল করে সুপ্রিম কোর্টতে জানিয়ে দিয়েছেন, লোঢা সুপারিশের বিরোধিতা করার জন্য আইসিসি-কে কোনওভাবে প্রভাবিত করার চেষ্টা করেননি৷ হলফনামায় অনুরাগ বলেছেন, লোঢা কমিটির সুপারিশের বিরোধিতা করার জন্য আইসিসির সিইও ডেভ রিচার্ডসনকে কোনও অনুরোধ করিনি৷ বোর্ড সভাপতি থাকাকালীন শশাঙ্ক মনোহর আইসিসি-কে জানিয়েছিলেন, লোঢা সুপারিশ মেনে আইসিসি-তে একজন ক্যাগের প্রতিনিধি পাঠালে, তা হবে সরকারি হস্তক্ষেপের সামিল৷ মনোহরের উত্তরসূরী হিসেবে এ-ব্যাপারে আইসিসির অবস্থান জানতে চেয়েছি মাত্র৷
সুপ্রিম কোর্টে শুনানির পর বোর্ড সভাপতি বলেন, ‘লোঢা সুপারিশের বাস্তবায়ন কীভাবে সম্ভব, তা নিয়ে রীতিমত দ্বিধাবিভক্ত রাজ্য ক্রিকেট সংস্থাগুলি৷ ভোটাভুটিতে পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পেলে তবেই সুপারিশের বাস্তবায়ণ সম্ভব৷ এক রাজ্য এক ভোট, এক ব্যক্তি এক পদ, বোর্ড আধিকারিকদের বয়সসীমা এবং বোর্ডের পদাধিকারীদের মেয়াদের কুলিং-অফের মতো বিষয় বাস্তবায়নে অনেক অসুবিধা রয়েছে৷’
সূত্রের খবর, লোঢা সুপারিশ বাস্তবায়ণের আগে মাস তিনেক সময় চায় বিসিসিআই৷ তবে, সর্বোচ্চ আদালত রায় সংরক্ষিত রাখায় আপাতত চেয়ার বাঁচল অনুরাগদের৷ শেষ পর্যন্ত, লোঢা-মামলার জল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, তা জানতে নজর এখন সুপ্রিম কোর্টেই৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement