এক্সপ্লোর
Advertisement
গেইলের ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন কোহলি
বেঙ্গালুরু: চলতি আইপিএলে ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের প্রথম দুটি ম্যাচে রান পাননি ক্রিস গেইল। প্রথম দুটি ম্যাচে তাঁর রান যথাক্রমে ১ ও ০। এরসঙ্গে সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপ থেকে হিসেব করলে পরপর পাঁচটি ম্যাচে দুই অঙ্কের রান নেই জামাইকান গেইলের ব্যাটে। তবে গেইলের ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। তিনি মনে করছেন গেইলের ফর্মে ফেরাটা সময়ের অপেক্ষা মাত্র।
গতকালই দিল্লি ডেয়ারডেভিলসের কাছে সাত উইকেটে হেরেছে কোহলির দল। ম্যাচের পর কোহলি বলেছেন, আমি নিশ্চিত, গেইল টুর্নামেন্টের যে কোনও সময়ই ভালো খেলে দেবে। কিছুটা হাল্কাচ্ছলে কোহলি বলেছেন, সম্ভবত, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনের সময়ে ও সেঞ্চুরি করে দেবে।
কোহলি বলেছেন, দলের অন্য ব্যাটসমানরা তো খেলে দিচ্ছে। ক্রিকেটে সুযোগের সদ্ব্যবহারটা একান্ত গুরুত্বপূর্ণ। তাই গেইল আউট হয়ে গেলেও অন্যরা সেটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে চমত্কার ব্যাটিং করে দিচ্ছে। তাই গেইলের ফর্ম নিয়ে তিনি আদৌ উদ্বিগ্ন নন।
উল্লেখ্য, গেইলের ব্যর্থতা স্বত্বেও বেঙ্গালোর প্রথম ম্যাচে ২২৭ এবং দ্বিতীয় ম্যাচে ১৯১ রান করেছে।
গেইলকে ‘স্ট্যান্ডার্ড প্লেয়ার’ হিসেবে মন্তব্য করে কোহলি ক্যারিবিয়ান ব্যাটিং তারকার টি-২০ কেরিয়ারের ১৭ টি শতরানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই কৃতিত্ব ছেলেখেলার নয়।
আরসিবি অধিনায়ক আরও বলেছেন, স্বাভাবিকভাবেই গেইলের কাছে সমর্থকদের প্রত্যাশা থাকবে। আর এই প্রত্যাশা পূরণ করতে মুখিয়ে রয়েছে গেইল।
কোহলি আরও বলেছেন, গেইলকে ছাড়াই তো দুটো ম্যাচে এত রান তুলেছে দল। তাহলে ভাবুন, গেইল খেলে দিলে কী হবে! দলে আমি, এবি ডেভিলিয়ার্স , গেইল ও শেন ওয়াটসনের মতো আন্তর্জাতিক মানের প্লেয়ার রয়েছে।
এই চারজন যে কোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে দলের সমর্থকদের আশ্বস্ত করেছেন কোহলি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement