Wimbledon: রেকর্ড গড়ে ছুঁলেন রজারকে, আন্দ্রে রুবলেভকে হারিয়ে উইম্বলডনের সেমিতে জকোভিচ
Novak Djokovic Wins: উইম্বলডনের ইতিহাসে ১২ তম বার সেমিতে জায়গা করে নিলেন নোভাক জকোভিচ। শেষ আটের লড়াইয়ে সপ্তম বাছাই রুশ প্রতিপক্ষকে হারিয়ে দিলেন জকোভিচ।
লন্ডন: উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ। তিনি হারিয়ে দিলেন রাশিয়ার টেনিস প্লেয়ার আন্দ্রে রুভলেভকে। খেলার ফল জকোভিচের পক্ষে ৪-৬, ৬-১, ৬-০৪, ৬-৩। এই নিয়ে রেকর্ড ৪৬ বার গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে উঠলেন সার্বিয়ান টেনিস তারকা। উইম্বলডনের ইতিহাসে ১২ তম বার সেমিতে জায়গা করে নিলেন নোভাক জকোভিচ। শেষ আটের লড়াইয়ে সপ্তম বাছাই রুশ প্রতিপক্ষকে হারিয়ে দিলেন জকোভিচ।
এদিন প্রথম সেট হেরে গিয়েছিলেন জোকার। কিন্তু দ্বিতীয় সেট থেকেই নিজের চেনা ছন্দে দেখা যায় সার্বিয়ান টেনিস তারকাকে। প্রথম সেটে ৪৫ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন রুশ টেনিস তারকা। দ্বিতীয় সেটে পরপর পাঁচটি গেম জিতে ৫-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন জোকার। দ্বিতীয় সেটে সার্বিয়ান তারকার জয় আটকাতে পারেননি রুভলেভ। ২৮ মিনিটের লড়াই শেষে জয় পান জোকার। তৃতীয় ও চতুর্থ সেটেও জোকার একাধিপত্য দেখিয়ে জয় ছিনিয়ে নেন। ২ ঘণ্টা ৪৭ মিনিটে ম্যাচ জিতে উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন জোকোভিচ।
মা হয়েই উইম্বলডনের সেমিতে সুইটোলিনা
মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সদ্য কোর্টে ফিরেছেন সুইটোলিনা। উইম্বলডনে বড়সড় অঘটন ঘটিয়ে দিলেন ৭৬তম বাছাই ইউক্রেনের তারকা। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইগা শিয়নটেককে হারিয়ে তিনি সকলকে চমকে দিয়েছেন। কোর্টে ফেরার তিন মাসের মধ্যে উইম্বলডন খেলতে নেমে পরেছিলেন তিনি। তবে শিয়নটেককে যে তিন সেটের লড়াই হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন সুইটোলিনা, নিজেরই যেন বিশ্বাস হচ্ছে না। প্রসঙ্গত প্রথম রাউন্ডে পাঁচ বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ভিনাস উইলিয়ামসকেও হারিয়েছিলেন তিনি।
যুক্তরাষ্ট্র ওপেন এবং ফরাসি ওপেন চ্যাম্পিয়ন শিয়নটেকের বিরুদ্ধে লড়াই সহজ ছিল না সুইটোলিনার। তিন সেটের টানটান লড়াইয়ের পর ইউক্রেনের সুইটোলিনার কাছে শিয়নটেক হারলেন ৫-৭, ৭-৬ (৭-৫), ২-৬ সেটে। ইউক্রেনের তারকা আবার ২০১৯ উইম্বলডনে প্রাক্তন সেমিফাইনালিস্ট। সেমিফাইনালে সুইটোলিনা মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভনড্রোসোভার।
অবাছাই সুইটোলিনার বিরুদ্ধে প্রথম সেটের শুরুটা ভালো করেছিলেন শীর্ষ বাছাই শিয়নটেক। প্রথম গেমেই সুইটোলিনার সার্ভিস ভেঙে দেন। তবে সেই চাপ ধরে রাখতে পারেননি শিয়নটেক। বরং পাল্টা আক্রমণের পথে হাঁটেন সুইটোলিনা। চতুর্থ গেমে শিয়নটেকের সার্ভিস ভেঙে ২-২ করেন তিনি। তবে খেলার ফল যখন ৫-৪, তখন সুইটোলিনা ফের সার্ভিন ভাঙেন শিয়নটেকের। খেলার মোড় ঘুরিয়ে আরও একবার শিয়নটেকের সার্ভিস ভেঙে প্রথম সেট ছিনিয়ে নেন অবাছাই সুইটোলিনা।