Novak Djokovic Record : নয়া নজির, ক্রমতালিকার মগডালে সবথেকে বেশি সপ্তাহ থাকার ঐতিহাসিক কীর্তি জকোভিচের
Novak surpassed Stefi : স্টেফি গ্রাফকে টপকে যে নজির গড়েছেন নোভাক জকোভিচ।
লন্ডন : ঐতিহাসিক কীর্তি গড়লেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। টেনিসের ক্রমলাতিকায় সবথেকে বেশি সপ্তাহ এক নম্বরে থাকার অনন্য নজির গড়লেন সার্বিয়ার সুপারস্টার। স্টেফি গ্রাফকে টপকে যে নজির গড়েছেন তিনি। ৯৩ বার ট্যুর পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে যে কীর্তি গড়েছেন তিনি। ইতিমধ্যে এটিপি ক্রমতালিকার ইতিহাসে (১৯৭৩ সালে শুরু) সবথেকে বেশি সপ্তাহ এক নম্বরে থাকার নজির গড়েছেন ২২ গ্র্যান্ড স্ল্যামের বিজয়ী। রজার ফেডেরারের (Roger Federar) ৩১০ সপ্তাহ ক্রমতালিকায় এক নম্বরে থাকার নজির আগেই ভেঙে দিয়েছিলেন তিনি। এটিপি-র ক্রমতালিকায় (ATP Ranking List) সরকারিভাবে শুরু হওয়ার পরে যা ছিল সর্বোচ্চ। এই মুহূর্তে ৩৭৮ তম সপ্তাহে ক্রমতালিকার মগডালে থেকে স্টেফি গ্রাফের (Stefani Graf) নজিওর ভেঙে দিয়ে টেনিস ইতিহাসে সবথেকে বেশি সপ্তাহ ক্রমতালিকায় এক নম্বরে থাকার ঐতিহাসিক নজিরও নিজের দখলে করে ফেললেন নোভাক জকোভিচ।
টেনিস ইতিহাসের সার্বিয়ান গ্রেট ২০১১ সালের ৪ জুলাই ২৪ বছর বয়সে প্রথমবার টেনিসের ক্রমতালিকার শীর্ষে পৌঁছেছিলেন। প্রসঙ্গত, টানা ১২২ সপ্তাহ তালিকার শীর্ষস্থান ধরে রাখার অনন্য নজিরও রয়েছে তাঁর দখলে। ২০১৪ সালের জুলাই থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত সময়কালে তিনি ছিলেন এক নম্বরে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে টেনিসের ক্রমতালিকায় পাঁচ নম্বরে থেকে অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) খেলতে নেমেছিলেন জোকার। যদিও রেকর্ড দশম অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর একলাফে পাঁচ থেকে ক্রমতালিকায় এক নম্বরে পৌঁছে গিয়েছিলেন তিনি।
মেলবোর্নে রেকর্ড ২২ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জেতার পর চলতি সপ্তাহেই ফের একবার কোর্টেও নামছেন জোকার। খেলতে নামছেন দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে। যে প্রতিযোগিতার শীর্ষবাছাই টমাস মাচাক। চেক রিপাবলিকের যে টেনিস তারকা শীর্ষ বাছাই হলেও তাঁকে টপকে দুবাইয়ে ষষ্ঠ খেতাব জেতার ব্যাপারে ফেভারিটের তকমা নিয়েই নামতে চলেছেন নোভাক জকোভিচ।
প্রসঙ্গত, ২০০৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ। তা ছিল কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়। এরপর ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে রড লেভার এরিনায় পরপর খেতাব জেতেন। তিনিই যে অস্ট্রেলিয়ান ওপেনের এক ও অদ্বিতীয় সম্রাট, তা আরও একবার বুঝিয়ে এবারে দশম অস্ট্রেলিয়ান ওপেন তথা কেরিয়ারের ২২ তম গ্র্যান্ড স্ল্যাম জেতেন নোভাক।