French Open Quarter-Final: আজ ফরাসি ওপেনে সুপার ডুয়েল, কখন, কোথায় দেখবেন নাদাল-জকোভিচের মহারণ?
Novak Djokovic vs Rafael Nadal: স্প্যানিস টেনিস সুপারস্টার নাদালের কাছে ফ্রেঞ্চ ওপেনের (French Open) কোর্ট ভীষণ পয়া। নিজের কেরিয়ারে সর্বাধিক ১৩ বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল।
প্যারিস: ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে আজ সুপার মহারণ। লাল সুরকির কোর্টে মুখোমুখি হতে চলেছেন রাফায়েল নাদাল (Rafael Nadal) ও নোভাক জকোভিচ (Novak Djokovic)। স্প্যানিস টেনিস সুপারস্টার নাদালের কাছে ফ্রেঞ্চ ওপেনের (French Open) কোর্ট ভীষণ পয়া। নিজের কেরিয়ারে সর্বাধিক ১৩ বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। গত অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষদের টেনিস এখন সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিকও নাদাল। অন্য়দিকে জকোভিচ বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। মেলবোর্নে নামতে পারেননি। কিন্তু ফরাসি ওপেনে প্রথম রাউন্ড থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। গত বছর সেমিতে ২ জনের সাক্ষাতে জয় পেয়েছিলেন জকোভিচ।
আজ ফরাসি ওপেন কোয়ার্টার ফাইনালে
নোভাক জকোভিচ বনাম রাফায়েল নাদাল
কোথায় খেলা
রোল্যা গারোঁ, প্যারিস, ফ্রান্স
কখন শুরু
স্থানীয় সময় রাত ৮.৪৫ ও ভারতীয় সময় অনুসারে রাত ১২.১৫ থেকে এই ম্যাচ শুরু হবে
কোথায় দেখা যাবে
টেনিসের এই সুপার মহারণ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে সোনি লিভ অ্যাপেও দেখা যাবে এই খেলা।
দুরন্ত ফর্মে জোকার
মাদ্রিদ ওপেনে সেমিতে হেরে গিয়েছিলেন। কিন্তু এরপর থেকে আর তাঁকে থামানো যায়নি। ইতালিয়ান ওপেন জিতেছিলেন কোনও সেট না হেরে। এবার ফরাসি ওপেনেও কোনো সেট এখনও পর্যন্ত না হেরে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। দিয়েগো সোয়ার্ৎজোম্যানকে ৬-১, ৬-৩, ৬-৩ ব্যবধানে হারিয়ে দিলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা।
কঠিন লড়াই শেষে শেষ আটে নাদাল
এবারের অস্ট্রেলিয়ান ওপেন নাদালকে যদিও কঠিন লড়াইয়ে জিতে কোয়ার্টার জায়গা পেতে হয়। পাঁচ সেটের লড়াইয়ে তিনি হারালেন ফেলিক্স অগার অ্যালিসমেকে। খেলার ফল নাদালের পক্ষে ৩-৬,৬-৩,৬-২,৩-৬,৬-৩। ৪ ঘন্টা ২১ মিনিট ধরে লড়াই চালিয়ে এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন নাদাল।
আরও পড়ুন: বিয়াল্লিশেও বাজিমাত! ফরাসি ওপেনে ডাবলসের সেমিতে রোহন বোপান্না