French Open 2022: বিয়াল্লিশেও বাজিমাত! ফরাসি ওপেনে ডাবলসের সেমিতে রোহন বোপান্না
French Open: ৭ বছরের অপেক্ষা। শেষবার ২০১৫ সালে কোনও গ্র্যান্ডস্লামের সেমিতে জায়গা করে নিয়েছিলেন বোপান্না। এরপর ফের একবার কোনও গ্র্যান্ডস্লামের সেমিতে জায়গা করে নিলেন তারকা ভারতীয় টেনিস প্লেয়ার।
![French Open 2022: বিয়াল্লিশেও বাজিমাত! ফরাসি ওপেনে ডাবলসের সেমিতে রোহন বোপান্না French Open 2022 Tennis Rohan Bopanna Reached Semi-Final for First Time French Open mens doubles French Open 2022: বিয়াল্লিশেও বাজিমাত! ফরাসি ওপেনে ডাবলসের সেমিতে রোহন বোপান্না](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/31/f4178536d6620335208dc24fcb422cd1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্যারিস: বয়স যে শুধুই সংখ্যামাত্র, তা আরও একবার প্রমাণিত হল। ৪২ বছর বয়সে ফরাসি ওপেনের (French Open) ডাবলসে সেমিফাইনালে পৌঁছে গেলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। তাঁর সঙ্গী এবার মাতওয়ে মিডলকুপ। সোমবার কোয়ার্টার ফাইনালে লয়েড গ্লাসপুল ও হ্যারি হেলিওভারার বিরুদ্ধে খেলার স্কোর ৪-৬, ৬-৪ ও ৭-৬।
কোয়ার্টারে দুরন্ত জয়
দীর্ঘ ৭ বছরের অপেক্ষা। শেষবার ২০১৫ সালে কোনও গ্র্যান্ডস্লামের সেমিতে জায়গা করে নিয়েছিলেন বোপান্না। এরপর ফের একবার কোনও গ্র্যান্ডস্লামের সেমিতে জায়গা করে নিলেন ভারতের এই তারকা টেনিস প্লেয়ার। ১২৪ মিনিটের লড়াই শেষে শেষ হাসি হাসেন বোপান্না-মিডলকুপ জুটি। আগামী ২ জুন ডাচ-সালভাদরান জুটি জুলিয়েন রজার এবং মার্সেলো আরভালোর বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে নামবেন বোপান্না এবং মিডলকুপ ৷
এদিন শুরু থেকেই কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল বোপান্না-মিডলকুপ জুটিকে। ডবলসে ১৬ তম বাছাই বোপান্না-মিডলকুপ ২ জনেই টেনিস সার্কিটে যথেষ্ট অভিজ্ঞ। আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই তৃতীয় সেটের টাইব্রেকারে জয় ছিনিয়ে নেন এই জুটি। শুরুতে ০-৩ গেমে পিছিয়ে পড়লেও পরে ম্যাচে জয় ছিনিয়ে নেন তাঁরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)