Eden Gardens Exclusive: ক্রিকেটের টানে ক্রাচে ভর করে ঢাকা থেকে কলকাতায়
Pak vs Ban Exclusive: মঙ্গলবার সকাল থেকে ইডেনের দিকে জনতার ঢল। বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদেরই প্রাধান্য। মাঠের লড়াইয়ে কী হবে, বলবে সময়। তবে গ্যালারির লড়াইয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ।
সন্দীপ সরকার,কলকাতা: কলকাতার বুকে ক্রিকেট কার্নিভাল।
কেউ নাচছেন, কেউ গান করছেন, কারও মুখে প্রিয় তারকার নামে জয়ধ্বনি। সকলের পরনে জাতীয় দলের জার্সি। সঙ্গী জাতীয় পতাকা, হাতে ধরা পোস্টারে প্রিয় নায়কের ছবি। মাথার টুপিতে নানান কারুকার্য। কারও মাথায় টুপির বদলে বিশ্বকাপের (ODI World Cup) ট্রফি। কেউ আবার মাথায় করে বয়ে বেড়াচ্ছেন টেডি টাইগার।
আর উৎসবের এই আমেজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি শোয়েব হাসান। ছোটবেলায় এক দুর্ঘটনায় পা হারিয়েছিলেন। এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে তাঁর ভরসা এখন ক্রাচ। আর সেই ক্রাচে ভর করেই ঢাকা থেকে পৌঁছে গিয়েছেন কলকাতায়। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পাকিস্তানের বিরুদ্ধে প্রিয় দলের ম্য়াচ দেখতে (Pak vs Ban)। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী শোয়েবের পরনেও জাতীয় দলের সবুজ জার্সি। বলছিলেন, 'সেমিফাইনালের দৌড় থেকে আমরা ছিটকে গিয়েছি ঠিকই। কিন্তু তাই বলে তো ক্রিকেট থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারি না। তাই দলকে সমর্থন জানাতে এসেছি। আপাতত পয়েন্ট টেবিলের প্রথম সাতের মধ্যে থাকাটাই লক্ষ্য। যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন সম্ভব হয়।'
মঙ্গলবার সকাল থেকে ইডেন গার্ডেন্সের দিকে জনতার ঢল। বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদেরই প্রাধান্য। মাঠের লড়াইয়ে কী হবে, বলবে সময়। তবে গ্যালারির লড়াইয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। ভিসা সমস্যায় পাকিস্তানের অনেকে ভারতে আসতে চেয়েও পারেননি। তবে ইডেনে ম্যাচ দেখতে খিদিরপুর, মেটিয়াব্রুজ থেকে পাকিস্তানের জার্সি পরে হাজির হয়েছেন কয়েকজন।
আর রয়েছেন ভারতের সমর্থক। ক্রিকেটের সমর্থক। যাঁরা মাঠে এসেছেন মেন ইন ব্লু-র জার্সি পরে। কারও পিঠে লেখা বিরাট। কারও জার্সিতে অধিনায়ক রোহিতের নাম। সকলেই মুখিয়ে রয়েছেন ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে।
উৎসবের আবহে মন খারাপও রয়েছে বাংলাদেশী ক্রিকেট ভক্তদের। কুষ্টিয়া থেকে আসা এক ক্রিকেটপ্রেমী যেমন বলছিলেন, 'আমাদের আবেগের কথা মাথায় রেখে অন্তত মাঠে আরও ভাল পারফর্ম করতে পারত দল। সমর্থকদের উন্মাদনাকে তাহলে যোগ্যভাবে সম্মান জানানো যেত। হার ঠিক আছে। কিন্তু আত্মসমর্পণ কেন? ম্যাচ দেখতে এসেছি ঠিক কথা। তবে শাকিব আল হাসানদের পারফরম্যান্সে আমরা হতাশ।'
আরও পড়ুন: ODI World Cup Exclusive: জন্মদিনে ইডেনে নিজের ছবি দেওয়া কেক কাটবেন কোহলি, স্মারক-আতসবাজিতে নায়ক বরণ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন