Ravindra Jadeja: পিচ দেখেই বুঝে গিয়েছিলাম উইকেট পাব, অস্ট্রেলিয়া ইনিংসে ধস নামিয়ে বললেন জাডেজা
ODI World Cup 2023 Ind vs Aus: ১০ ওভারে ২টি মেডেন সহ মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট জাডেজার।
চেন্নাই: বিশ্বকাপের (ODI World Cup) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ইনিংস তখন তরতরিয়ে এগোচ্ছে। শুরুতেই মিচেল মার্শের উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে ক্রিজে জমে গিয়েছেন ডেভিড ওয়ার্নার (David Warner) ও স্টিভ স্মিথ (Steve Smith)। ঠিক তখনই স্পিনারদের আক্রমণে আনলেন রোহিত শর্মা (Rohit Sharma)। মুহূর্তে বদলে গেল ছবি।
একটা সময় ১৬ ওভারে ৭৪ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। এরপরেই ভারতীয় স্পিনারদের মঞ্চে প্রবেশ। কুলদীপ যাদবের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন ডেভিড ওয়ার্নার (৪১ রান)। ২০২২ সাল থেকে ১১ থেকে ৪০ ওভারের মাঝে উইকেট তোলার নিরিখে কুলদীপ বিশ্বের সেরা। কেন, সেটা রবিবার ফের বোঝালেন চায়নাম্যান স্পিনার। ওয়ার্নারের পর বিপজ্জনক গ্লেন ম্যাক্সওয়েলকেও ফিরিয়ে দেন কুলদীপ। মাত্র ১৫ রান করে বোল্ড হয়ে যান ম্যাড ম্যাক্স।
অন্য প্রান্ত থেকে ততক্ষণে শুরু হয়ে গিয়েছে জাড্ডুর ভেল্কি। শুরু করেছিলেন স্টিভ স্মিথকে বোল্ড করে দিয়ে। ৪৬ রান করে ফেরেন স্মিথ। এরপর মার্নাশ লাবুশেন (২৭ রান) ও অ্যালেক্স ক্যারিকেও (০ রান) তুলে নেন রবীন্দ্র জাডেজা। ক্যামেরন গ্রিনকে (৮ রান) তুলে নেন আর অশ্বিন। ঘরের মাঠে যিনি প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। ৩৬.২ ওভারে ১৪০/৭ হয়ে যায় অস্ট্রেলিয়া। তখনই পরিষ্কার হয়ে যায় যে, বড় স্কোর তুলতে পারবে না অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৯৯ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
১০ ওভারে ২টি মেডেন সহ মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট জাডেজার। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষে ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন, 'আমি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলি। এখানকার পরিবেশ-পরিস্থিতি জানি। পিচ দেখেই মনে হয়েছিল আমার ২-৩ উইকেট পাওয়া উচিত। সৌভাগ্যবশত আমি ৩ উইকেট পেয়েছি এবং আমি খুব খুশি। আমি স্টাম্প লক্ষ্য করে বল করার সিদ্ধান্তচ নিয়েছিলাম এবং বল ঘুরছিল। কোনটা যে সোজা যাবে আর কোনটা ঘুরবে, বোঝাই যাচ্ছিল না। এক একটা বল ঘুরছিল। আমি গতির হেরফের করছিলাম।'
চেন্নাইয়ের দর্শক সমর্থনও যে তাঁদের বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছিল, জানিয়েছেন জাডেজা। বলেছেন, 'চেন্নাইয়ে বরাবরই মাঠ ভরে যায়। ভরা গ্যালারি দেখতে ভাল লাগে। মাঠে নেমে সহজভাবে ক্রিকেট খেলাই লক্ষ্য ছিল। বাড়তি কিছু করতে যাইনি।'
আরও পড়ুন: ODI World Cup Exclusive: বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে আমদাবাদে যাবেন সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন