Rahul Dravid: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালের মহড়া? গুরু দ্রাবিড় দিচ্ছেন চাপমুক্ত থাকার বার্তা
Ind vs SA: ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে শনিবার ভরা সাংবাদিক বৈঠকে যখন প্রশ্ন করা হল, শুনে ডিফেন্স আরও পোক্ত করে নিলেন 'দ্য ওয়াল'।
সন্দীপ সরকার, কলকাতা: এক দল টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে। পেয়ে গিয়েছে শেষ চারের যোগ্যতাও। অন্য দলও কার্যত সেমিফাইনালে। সাত ম্যাচের মধ্যে জয় ছটিতে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।
রবিবার ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) ম্যাচকে তাই অনেকে বলছেন কাপ ফাইনালের ড্রেস রিহার্সাল। বলা হচ্ছে, ভারতের কঠিনতম প্রতিদ্বন্দ্বী প্রোটিয়ারাই। ফাইনালে যে এই দুই দলকেই দেখা যাবে, অনেকেই যেন নিশ্চিত। আপনি কীভাবে দেখছেন এই ম্যাচ?
ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে শনিবার ভরা সাংবাদিক বৈঠকে যখন প্রশ্ন করা হল, শুনে ডিফেন্স আরও পোক্ত করে নিলেন 'দ্য ওয়াল'। তারপর পরিণত কণ্ঠে বললেন, 'কে কী বলছে সেটা নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের যাবতীয় চিন্তাভাবনা এখন এই ম্যাচটি নিয়ে। জানি যে, এটা টুর্নামেন্টের লিগ পর্বের একটি ম্যাচ। দুই দলেরই এখনও ২-৩টি করে ম্যাচ বাকি। আমদাবাদে (পড়ুন ফাইনালে) খেলার যোগ্যতা অর্জন করতে হবে আগে দুই দলকেই। আমরা লিগ পর্বের আরও একটি ম্যাচ হিসাবেই দেখছি। আর এমন একটা দলের বিরুদ্ধে খেলছি, যারা দারুণ ক্রিকেট খেলছে।'
টানা সাত ম্যাচে জয়। এবার কি কাপ স্বপ্ন আরও গাঢ় হয়েছে? দ্রাবিড়ের জবাব, 'এই মুহূর্তে দল দারুণ খেলছে। সাতটি ভাল ম্যাচ কেটেছে। দল সত্যিই প্রশংসনীয় খেলেছে। তবে এমন একটা দলের বিরুদ্ধে নামছি, যারা ভাল ক্রিকেটই খেলছে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলতে পারাটা গৌরবের। দল হিসাবে আমরা মুখিয়ে রয়েছি।'
ক্রিকেটার হিসাবে ইডেনে গৌরবগাথা রয়েছে খোদ দ্রাবিড়ের। কোচ হিসাবে ফের পরীক্ষা সেই মাঠেই। উইকেট কেমন দেখলেন? দ্রাবিড় বলছেন, 'পিচ ভালই লাগল।' তারপরই ফিরলেন দক্ষিণ আফ্রিকার প্রসঙ্গে। বললেন, 'দক্ষিণ আফ্রিকা সত্যিই ভাল ক্রিকেট খেলছে। পয়েন্ট টেবিলে দু'নম্বরে। দুই দল শীর্ষ দুই স্থানে রয়েছি। দুটি এমন দলের খেলা, যারা ভাল ক্রিকেট খেলে চলেছে। দক্ষিণ আফ্রিকা বিভিন্ন শহরে গিয়ে ভাল ক্রিকেটই খেলেছে। ওদের দলে ভারসাম্য ভাল। কয়েকজন ব্যাটার বড় রান পাচ্ছে। সেই কারণে ভাল খেলছে। তবে ওরাই আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বলব না। আরও কয়েকটা ভাল দল রয়েছে। হয়তো আমাদের বিরুদ্ধে ম্য়াচে ভাল করতে পারেনি।'
আরও পড়ুন: ODI World Cup Exclusive: দু'পা দৌড়ে অভিনব প্রস্তুতি, কীভাবে ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠলেন শামি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন