Jofra Archer: বিশ্বকাপের আগে জোর ধাক্কা চ্যাম্পিয়নদের, সেরা পেসারকে ছাড়াই হয়তো ট্রফি ধরে রাখার লড়াই
England Cricket Team: ভারতে আসবেন আর্চার। তবে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, অলৌকিক কিছু না ঘটলে তিনি খেলবেন না।
লন্ডন: তাঁর প্রতিভা নিয়ে কারও সংশয় নেই। কিন্তু বিশ্বের সবচেয়ে চোটপ্রবণ ক্রীড়াবিদদের মধ্যে একজন তিনি। ইংল্যান্ড দলে নিয়মিত দেখা যায় না চোটের জন্যই। আইপিএলেও বেশিরভাগ ম্যাচ বাইরে বসতে হয় চোটে কাবু হয়ে পড়ে।
চার বছর আগে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কারিগর আর্চার। ফাইনালে সুপার ওভারে অনবদ্য বোলিং করেছিলেন। তারপর থেকেই কনুইয়ের চোটে কাবু আর্চার। আইপিএলেও নিয়মিত নন। ইংল্যান্ডের অন্যতম নির্বাচক লিউক রাইট জানিয়েছেন, দল আর্চারকে পেতে মরিয়া। কিন্তু তাঁকে জোর করে খেলাতে চায় না দল।
লিউক বলেছেন, 'চোট নিয়ে ওকে দুর্ভাগ্য তাড়া করে বেড়াচ্ছে। বিশ্বকাপের জন্য আমাদের হাতে আর সময় নেই। ও খুব দ্রুত সেরে উঠবে না। অন্তত বিশ্বকাপের প্রথম অর্ধে তো বটেই। ওর পরিচর্যা দরকার। ভবিষ্যতের কথাও ভাবতে হবে। ও আমাদের সম্পদ আর তাড়াহুড়ো করতে গিয়ে ওর কেরিয়ারের ক্ষতি করতে চাই না। বিশ্বকাপে ওকে মাঠে নামিয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছি না।'
২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কও তিনি। ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। টেস্ট ক্রিকেটে আরও মনোনিবেশ করার জন্য। তবে সেই সিদ্ধান্ত পাল্টেছেন ইংরেজ অলরাউন্ডার। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজেও খেলবেন স্টোকস।
তিন ধরনের ক্রিকেটে নিজের সেরাটা দিতে পারবেন না বলে ওয়ান ডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন বেন স্টোকস। মাত্র ৩২ বছর বয়সে। তিনি জানিয়েছিলেন, একশো শতাংশ দিতে না পারলে জাতীয় দলের হয়ে খেলাই উচিত নয়।
গত বছর নভেম্বর ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নেপথ্যেও কাণ্ডারি ছিলেন স্টোকস। তিনি ওয়ান ডে থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ ম্যাথু মট ও অধিনায়ক জস বাটলার তাঁর সঙ্গে কথা বলে স্টোকসকে রাজি করান।
ইংল্যান্ডের জাতীয় নির্বাচক লিউক রাইট বলেছেন, 'ঠিক ওর মত পরিবর্তনের ব্যাপার ছিল না। ফিরে আসতে ও বরাবরই আগ্রহী ছিল। অ্যাশেজ় সিরিজ ওর কাছে প্রধান ছিল। তারপর ও বিশ্রাম নিচ্ছিল। শরীর যাতে ধকল কাটিয়ে উঠতে পারে। ওকে অনুনয় বিনয় করার মতো কিছু হয়নি। ও নিজে ভীষণ আগ্রহ দেখিয়েছিল। আমরা আপ্লুত। আশা করছি ইংল্যান্ডের ক্রিকেট ভক্তরাও খুব উজ্জীবিত হবেন এই খবরে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন