Kane Williamson: বিশ্বকাপের আগে বিরাট প্রাপ্তি নিউজ়িল্যান্ডের, আশঙ্কা উড়িয়ে কার্যত ম্যাচ ফিট উইলিয়ামসন
ODI World Cup 2023: হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন উইলিয়ামসন। শুধু তাই না, করেছেন ঝকঝকে হাফসেঞ্চুরি।
হায়দরাবাদ: একটা সময় পর্যন্ত ধরেই নেওয়া হয়েছিল যে, বিশ্বকাপে তিনি খেলতে পারবেন না। দশ দল যখন ভারতের মাটিতে ট্রফি যুদ্ধে নামবে, তাঁকে থাকতে হবে মাঠের বাইরে।
এসিএল পেশিতে অস্ত্রোপচার করিয়ে অবশ্য দ্রুত সুস্থ হয়ে উঠেছেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। অন্তর্ভুক্ত হয়েছেন নিউজ়িল্যান্ডের (New Zealand) বিশ্বকাপের দলেও। ৫ অক্টোবর আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অবশ্য তিনি খেলবেন না বলে জানা গিয়েছে। তবু বিশ্বকাপ শুরুর আগে স্বস্তিতে কিউয়ি শিবির।
কেন?
কারণ, হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন উইলিয়ামসন। শুধু তাই না, করেছেন ঝকঝকে হাফসেঞ্চুরি। দেখে বোঝাই যায়নি যে, ছ'মাস মাঠের বাইরে ছিলেন তিনি।
তিন নম্বরে ব্য়াট করতে নেমেছিলেন উইলিয়ামসন। ৪৯ বলে হরাফসেঞ্চুরি করেন। ৫০ বলে ৫৪ রান করে অবসৃত হন। যেহেতু প্রস্তুতি ম্যাচে সব ব্যাটারদেরই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে দেখে নিতে চাইছে দল।
সোমবার তিরুঅনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজ়িল্যান্ড। সেই ম্যাচে উইলিয়ামসন ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং করবেন বলেও খবর। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে সম্ভবত পাওয়া যাবে না।
আইপিএলে (IPL) খেলার সময় চোট পেয়েছিলেন। যেই চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তাই বিশ্বকাপের প্রথম ম্য়াচে নিউজিল্য়ান্ডের জার্সিতে মাঠে না. মতে দেখা যাবে না কেন উইলিয়ামসনকে। এখনও রিহ্যাবেই রয়েছেন তারকা ডানহাতি ব্যাটার। আগেই শোনা যাচ্ছিল যে কেনকে প্রথম ম্য়াচে হয়ত পাওয়া যাবে না। কিন্তু এবার নিউজিল্য়ান্ড ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল। গ্যারি স্টিড জানিয়েছেন, ''প্রথম থেকেই আমরা কেনের চোটের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম। কবে চোট সারিয়ে ফিরতে চলেছে কেন, সেই বিষয়ে কথা বলছিলাম। আমরা প্রতিদিন কেনের শারীরিক পরিস্থিতির খোঁজ নিচ্ছি। খেলা শুরুর আগে ওকে কোনও রকম চাপ না যেন নিতে হয়।''
আইপিএলে গত মরসুমে গুজরাত টাইটান্সের জার্সিতে খেলছিলেন কেন উইলিয়ামসন। (Kane Williamson) চেন্নাই সুপার কিংসের (CSK) বিরদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় একটি ছক্কা বাঁচাতে গিয়েছিলেন কিউয়ি ক্রিকেটার। প্রথমে বলটা ধরে নিলেও শরীর বাউন্ডারি লাইনের বাইরে যাচ্ছে বুঝে তা ভিতরে ছুড়ে দিয়ে নিচে নামার সময় ডান পায়ে আঘাত পেয়েছেন উইলিয়ামসন। শূন্য থেকে নিচে পড়ে ডান পায়ের হাঁটু ধরেই কার্যত শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। এরপর আর ফিল্ডিং করা তো দূরে থাক, ফিজিওদের প্রাথমিক শুশ্রূষার পর তাঁদের কাঁধে ভর করেই খুঁড়িয়ে যেতে দেখা গিয়েছে গুজরাতের এই টপ অর্ডারের ব্যাটারকে।এরপর থেকেই প্রায় ৬ মাস মাঠের বাইরে ছিলেন কেন।
আরও পড়ুন: মিক্সড ডাবলসে বোপান্না-রুতুজার হাত ধরে এশিয়ান গেমসে টেনিসে প্রথম সোনা ভারতের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন