ODI World Cup 2023 Live: ১০৫ বল বাকি থাকতে বাংলাদেশকে হারাল পাকিস্তান, ৪ ম্যাচ পরে জিতে বেঁচে বাবরদের স্বপ্ন
ODI World Cup 2023, PAK vs BAN: এক দলের সামনে বিশ্বকাপের শেষ চারের দরজা বন্ধ। অন্য দলের ভাগ্য ঝুলছে সরু সুতোয়। বাংলাদেশ ও পাকিস্তান। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে যে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল।
LIVE

Background
PAK vs BAN Live Score: ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান তাড়া করে জয় পাকিস্তানের
৭৪ বলে ৮১ রান ফখর জামানের। ৯ রানে আউট বাবর। ৩২.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান তাড়া করে জয় পাকিস্তানের। বেঁচে রইল তাদের সেমিফাইনালের স্বপ্নও। টানা চার ম্যাচ হারার পর অবশেষে জয়ের সরণিতে ফিরল পাকিস্তান।
ODI World Cup 2023 Live: ৬৮ রান করে ফিরলেন আবদুল্লা শফিক
৬৮ রান করে ফিরলেন আবদুল্লা শফিক। ২৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১৫৩/১। ক্রিজে বাবর আজ়ম ও ফখর জামান।
PAK vs BAN Live: ১৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে পাকিস্তানের স্কোর ১০৫/০
৫৬ বলে হাফসেঞ্চুরি আবদুল্লা সফিকের। ৫১ বলে হাফসেঞ্চুরি ফকর জামানের। ১৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে পাকিস্তানের স্কোর ১০৫/০।
ODI World Cup 2023 Live: ১৪ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৮৪
১৪ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৮৪। ফকর জামান ৪৪ ও আবদুল্লা শফিক ৩৮ রানে ক্রিজে।
PAK vs BAN Live Score: ৮ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৪২/০
দৃঢ়ভাবে রান তাড়া করছে পাকিস্তান। ৮ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৪২/০।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
