Mohammed Shami : বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট, সঙ্গে বিশ্বরেকর্ডের ঝুলি, রেকর্ডবুক যেন শামি-নামা
ODI World Cup 2023 : লাসিথ মালিঙ্গাকে (বিশ্বকাপের ২৫ তম ম্যাচে ৫০ উইকেট) টপকে কেরিয়ারের ১৯ তম ম্যাচে অজি পেসার স্টার্ক পেরিয়েছিলেন বিশ্বকাপের মঞ্চে ৫০ উইকেটের গণ্ডি। এতদিন যা ছিল দ্রুততম।
মুম্বই : ব্যাটিং সহায়ক পিচে কার্যত বোলিং তাণ্ডব। ৫৭ রানের বিনিময়ে বিপক্ষের ৭ উইকেট। বিশ্বকাপের মঞ্চে তাণ্ডবের পাশাপাশি একাধিক বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতকে চতুর্থবার ক্রিকেট বিশ্বযুদ্ধের শেষ ল্যাপে তোলার পথে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ৫০ উইকেট ঝুলিতে পুরে ফেলার অনন্য নজির গড়ে ফেলেছেন।
বিশ্বকাপে শামি তাঁর মাত্র ১৭ তম ম্যাচে যে নজির গড়ে ভারতীয় বোলার পিছনে ফেলে দিয়েছেন মিচেল স্টার্ককে (Mitchell Starc)। লাসিথ মালিঙ্গাকে (বিশ্বকাপের ২৫ তম ম্যাচে ৫০ উইকেট) টপকে কেরিয়ারের ১৯ তম ম্যাচে অজি পেসার স্টার্ক পেরিয়েছিলেন বিশ্বকাপের মঞ্চে ৫০ উইকেটের গণ্ডি। এতদিন যা ছিল দ্রুততম। একদিনের ক্রিকেটে ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের তিনি যে নজির ভেঙে দিয়েছেন শামি।
বিশ্বকাপের মঞ্চে (World Cup 2023) ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্সও এটি। মহম্মদ শামি ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের সুবাদে গড়ে ফেলেছেন একাধিক নজির। বিশ্বকাপের মঞ্চে আশিস নেহরাকে (Ashish Nehra) টপকে ভারতীয়দের মধ্যে সেরা পারফরম্যান্স রয়েছে যার মধ্যে। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন বাঁ হাতি পেসার নেহরা।
শুধু বিশ্বকাপের মঞ্চেই নয়, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও ভারতীয়দের মধ্যে সেরা পারফরম্যান্স এই মুহূর্তে শামিরই। প্রসঙ্গত, ওডিআই ক্রিকেটে অন্য কোনও ভারতীয় বোলার এর আগে এক ম্যাচে ৭ উইকেট নেননি। এতদিন পর্যন্ত মাত্র ৪ রানে রজার বিনির (Roger Binny) নেওয়া ৬ উইকেট ছিল একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সেরা পারফরম্যান্স।
আগুনে মেজাজে সাত উইকেট তুলে নিয়ে চলতি বিশ্বকাপে ২৩ উইকেট ঝুলিতে পুরে ফেলেছেন মহম্মদ শামি। ফাইনালে নামার আগেই কোনও ভারতীয় বোলার হিসেবে এক বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ারও নজিরও গড়ে ফেলেছেন শামি। এর আগে ২০০৩ বিশ্বকাপে ২১ উইকেট নিয়েছিলেন জাহির খান (Zaheer Khan)। ভারতীয় বোলারদের মধ্যে কোনও বিশ্বকাপে যা ছিল সর্বোচ্চ।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গ্রুপপর্বেও ৫ উইকেট নিয়েছিলেন শামি। চলতি বিশ্বকাপে ৩ টি সহ মোট ৪ বার বিশ্বকাপের মঞ্চে ৫ বা তার বেশি উইকেট নিয়ে ফেলেছেন তিনি। বিশ্বের অন্য কোনও বোলারের যে নজির নেই। পাশাপাশি ১৭ ম্যাচের শেষে বিশ্বকাপের মঞ্চে ভারতের সর্বকালের সর্বাধিক উইকেট শিকারির ঝুলিতে আপাতত ৫৪ উইকেট। যে তালিকার সবার ওপরে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা। ঝুলিতে ৭১ উইকেট।
আরও পড়ুন- 'শামি-ফাইনাল', কিউয়ি-শিকারি ভারতীয় পেসারের বন্দনায় বিশ্ব