NED Vs NZ, Match Highlights: ব্যাটে-বলে নায়ক স্যান্টনার, ডাচদের ৯৯ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজ়িল্যান্ড
আট নম্বরে নেমে ১৭ বলে অপরাজিত ৩৬ রান করে নিউজ়িল্যান্ডের ইনিংসকে তিনশো পার করলেন। পরে বল হাতে ১০ ওভারে ৫৯ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়ে ডাচ ইনিংসকে ধ্বংস করলেন।
হায়দরাবাদ: চার বছর আগে বিশ্বকাপ (ODI World Cup) ফাইনালে সেয়ানে সেয়ানে টক্কর দিয়েও নিয়মের জাঁতাকলে পড়ে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল। ধাক্কা খেয়েছিল প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। স্বপ্ন। শপথ।
সেই ব্যর্থতা কি এবার নিউজ়িল্যান্ড (NZ vs Ned) ক্রিকেটারদের আরও এককাট্টা, মরিয়া, দৃঢ়সংকল্প করে তুলেছে?
বিশ্বকাপের প্রথম দুই ম্য়াচে কিউয়ি দাপট দেখে ক্রিকেট বিশ্বে জোরাল আলোচনা শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দুরমুশ করে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ডাচ কাঁটা উপড়ে ফেলল নিউজ়িল্যান্ড। ৯৯ রানে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল ব্ল্যাক ক্যাপস।
আর দলের জয়ে ব্যাটে-বলে নায়ক হয়ে উঠলেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)। আট নম্বরে নেমে ১৭ বলে অপরাজিত ৩৬ রান করে নিউজ়িল্যান্ডের ইনিংসকে তিনশো পার করলেন। পরে বল হাতে ১০ ওভারে ৫৯ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়ে ডাচ ইনিংসকে ধ্বংস করলেন। ম্যাচের সেরাও হয়েছেন স্যান্টনার।
নিজামের শহরে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ডাচ অধিনায়ক স্কট এডয়ার্ডস। ডেভন কনওয়ে ও উইল ইয়ং শুরুতে ব্যাট হাতে ঝড় তুলতে পারেননি। বরং বেশ সতর্ক হয়ে ব্যাট করছিলেন। ১২.১ ওভারে দলের রান যখন ৬৭, ব্যক্তিগত ৩২ রান করে ফেরেন কনওয়ে। যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন। ভ্যান ডার মারউইয়ের বলে বাস দি লিদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
তবে রাচিন রবীন্দ্র ক্রিজে গিয়ে পরিস্থিতি সামলে দেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তি ক্রিকেটার বলে দিয়েছেন যে, এবারের বিশ্বকাপে চমক দেবেন ভারতীয় বংশোদ্ভূত রাচিন। সোমবার হায়দরাবাদে ৫১ বলে ৫১ রান করে ডাচ শিবিরে পাল্টা লড়াই পৌঁছে দিলেন। অন্য প্রান্ত থেকে ইয়ং ৮০ বলে ৭০ রানের ইনিংস খেলে গেলেন। তিনিই নিউজ়িল্যান্ড দলের সর্বোচ্চ স্কোরার। চার নম্বরে নেমে ৪৭ বলে ৪৮ করে গেলেন ডারিল মিচেল।
কেন উইলিয়ামসন এই ম্যাচেও খেলেননি। নিয়মিত অধিনায়কের পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম। নিজে ব্যাট হাতে দায়িত্ব নিলেন সোমবার। ৪৬ বলে ৫৩ রান করলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটারই রান পেলেন।
তবে শেষ দিকে পরপর উইকেট হারিয়ে ফেলেছিল নিউজ়িল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল তিনশো পেরবে না স্কোর। ১৭ বলে অপরাজিত ৩৬ রান করে দলকে তিনশো পার করে দেন মিচেল স্যান্টনার। ডাচ বোলারদের মধ্যে আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন ও মারউই ২টি করে উইকেট নেন।
নেদারল্যান্ডসকে ম্য়াচ জিততে তুলতে হতো ৩২৩ রান। ওয়ান ডে ক্রিকেটে কোনওদিন ৩০০-র বেশি রান তাড়া করে জেতেননি ডাচরা। এদিন ৪৬.৩ ওভারে ২২৩ রানে অল আউট হয়ে গেল নেদারল্যান্ডস। সর্বোচ্চ স্কোর কলিন অ্যাকারম্যানের। পরপর ২ ম্যাচ হেরে চাপে ডাচরা।
আরও পড়ুন: ABP Exclusive: শুরুর দিকে সৌরঝড় দেখছেন না সৌরভ, অশ্বিন দলে ফেরায় উচ্ছ্বসিত দাদা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন