Rohit Sharma Record: এক বছরে সবচেয়ে বেশি ছক্কা, ডিভিলিয়ার্সের রেকর্ড ভেঙে নতুন কীর্তি রোহিতের
ODI World Cup Records: চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) ছাপিয়ে গেলেন রোহিত। বিশ্বকাপে (ODI World Cup) ৯ ম্যাচে মোট ২৪টি ছক্কা মারা হয়ে গেল হিটম্যানের।
![Rohit Sharma Record: এক বছরে সবচেয়ে বেশি ছক্কা, ডিভিলিয়ার্সের রেকর্ড ভেঙে নতুন কীর্তি রোহিতের ODI World Cup 2023: Rohit Sharma breaks record for most ODI sixes in a calendar year, know in details Rohit Sharma Record: এক বছরে সবচেয়ে বেশি ছক্কা, ডিভিলিয়ার্সের রেকর্ড ভেঙে নতুন কীর্তি রোহিতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/c8b6c31526c8b230da5baa1e4a691023169978678974950_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৪ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেললেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি মেরেছেন জোড়া ছক্কা। চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) ছাপিয়ে গেলেন রোহিত। বিশ্বকাপে (ODI World Cup) ৯ ম্যাচে মোট ২৪টি ছক্কা মারা হয়ে গেল হিটম্যানের।
আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস নিয়ে এখনও চর্চা চলছে। চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে দ্বিতীয় স্থানে গ্লেন ম্যাক্সওয়েল। ৭ ম্যাচে ২২টি ছক্কা মেরেছেন ম্যাড ম্যাক্স।
তালিকায় তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক। ৯ ম্যাচে ২১টি ছক্কা মেরেছেন প্রোটিয়া ওপেনার। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের শেষ চারে তোলার নেপথ্যে অন্যতম নায়ক মিচেল মার্শ। ৮ ম্যাচে ২০টি ছক্কা মেরে তালিকায় চার নম্বরে রয়েছেন তিনি।
চলতি বিশ্বকাপে ৯ ম্যাচে ২০টি ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। হতাশার মধ্যে সান্ত্বনা বলতে, বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় ছয় নম্বরে রয়েছেন পাক ওপেনার ফখর জামান। মাত্র ৪ ম্যাচে ১৮টি ছক্কা মেরেছেন তিনি।
চলতি বিশ্বকাপে ৯ ম্যাচে ১৭টি ছক্কা মেরে বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক ছয় মারার দৌড়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনও। তালিকায় সাত নম্বরে রয়েছেন তিনি।
এবারের বিশ্বকাপের সেরা আকর্ষণ মনে করা হচ্ছে নিউজ়িল্য়ান্ডের রাচিন রবীন্দ্রকে। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ ৯ ম্যাচে ১৭টি ছক্কা মেরে তালিকায় আট নম্বরে রয়েছেন তিনি। তালিকায় নয় নম্বরে নিউজ়িল্যান্ডেরই ডারিল মিচেল। ৯ ম্যাচে ১৫টি ছক্কা মেরেছেন তিনি। শ্রীলঙ্কা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তবে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় দশ নম্বরে জায়গা পেয়েছেন কুশল মেন্ডিস। ৯ ম্যাচে ১৫টি ছক্কা মেরেছেন তিনি।
আরও একটি রেকর্ড গড়েছেন রোহিত। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়েছেন হিটম্যান। রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের বলে ৯২ মিটারের একটি ছক্কা মেরেছেন রোহিত। চলতি বছরে যা তাঁর মারা ৫৯তম ছক্কা। ২০১৫ সালে ৫৮টি ছক্কা মারার নজির ছিল দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্সের। সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত। তালিকায় তিন নম্বরে ক্রিস গেল। ২০১৯ সালে ৫৬টি ছক্কা মেরেছিলেন ইউনিভার্স বস।
আরও পড়ুন: ভারতকে দেখে শেখো, বিশ্বকাপে বিপর্যয়ের পর বাবরদের তোপ দাগলেন শোয়েব
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)