World Cup 2023 Tickets: ক্রিকেটপ্রেমীদের জন্য বিশ্বকাপের আরও ৪ লক্ষ টিকিট বিক্রি করবে বোর্ড, কবে কেনা যাবে?
BCCI: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই প্রবল চাহিদা। নিমেশে সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। অনেকেই অভিযোগ করছেন যে, অনলাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পাননি।
![World Cup 2023 Tickets: ক্রিকেটপ্রেমীদের জন্য বিশ্বকাপের আরও ৪ লক্ষ টিকিট বিক্রি করবে বোর্ড, কবে কেনা যাবে? ODI World Cup 2023 Tickets Good news For Fans BCCI To Release 4 Lakh Tickets Next Phase Sales World Cup 2023 Tickets: ক্রিকেটপ্রেমীদের জন্য বিশ্বকাপের আরও ৪ লক্ষ টিকিট বিক্রি করবে বোর্ড, কবে কেনা যাবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/06/25783790b021c75affed016c036270ae169401866579750_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই প্রবল চাহিদা। নিমেশে সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। অনেকেই অভিযোগ করছেন যে, অনলাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পাননি।
এই পরিস্থিতিতে সাধারণ ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে বড় পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বুধবার ঘোষণা করা হল, বিশ্বকাপের জন্য আরও ৪ লক্ষ টিকিট বিক্রি করা হবে। ৮ সেপ্টেম্বর রাত ৮টায় পাওয়া যাবে আরও ৪ লক্ষ টিকিট।
বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্য সংস্থাগুলির সঙ্গে আলোচনা করার পর নতুন করে আরও চার লক্ষ টিকিট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বেশি সমর্থককে মাঠে বসে এই প্রতিযোগিতা দেখার সুযোগ করে দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত। শুধু ভারত নয়, গোটা বিশ্বের সমর্থকেরাই টিকিট কাটতে পারবেন।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শুক্রবার, অর্থাৎ ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে আবার টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে নির্দিষ্ট বিকল্পে গিয়ে নির্বাচন করলেই আবার নতুন করে টিকিট কাটতে পারবেন সমর্থকেরা। তবে কোন ম্যাচের জন্যে কত সংখ্যক টিকিট ছাড়া হবে তা খোলসা করে জানায়নি বোর্ড।
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) September 6, 2023
BCCI set to release 400,000 tickets in the next phase of ticket sales for ICC Men's Cricket World Cup 2023. #CWC23
More Details 🔽https://t.co/lP0UUrRtMz pic.twitter.com/tWjrgJU51d
ভরতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে খুশি ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই মানুষের ক্ষোভ তুঙ্গে উঠেছিল। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ যে সংস্থা টিকিট বিক্রি করছে, তাদের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সময়ে টিকিট কাটতে গেলেও অনেকেই সফল হননি। সমাজমাধ্যমে আছড়ে পড়েছিল ক্ষোভ। সেই বিতর্ক ধামাচাপা দিতেই নতুন করে টিকিট ছাড়ার সিদ্ধান্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: ৬৩ বল বাকি থাকতে ৭ উইকেটে বাংলাদেশকে হারাল পাকিস্তান, এগিয়ে রইল ফাইনালে ওঠার দৌড়ে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)