Ind vs SA Exclusive: আকাশের মুখ ভার, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে কি বৃষ্টির কাঁটা?
ODI World Cup 2023: শনিবার ইডেনে তখন দক্ষিণ আফ্রিকার প্র্যাক্টিস চলছে। আচমকা কালো মেঘে ঢেকে গেল আকাশ। আলো এতটাই কমে গেল যে, মাঠের ফ্লাডলাইট জ্বালিয়ে দিতে হল। ঘড়িতে তখন দুপুর আড়াইটে।
সন্দীপ সরকার, কলকাতা: রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখা গেল, পিচের ওপর দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে রয়েছেন। নিষ্পলক। বেশ কিছুক্ষণ। যেন আবহাওয়ার মতিগতি বোঝার চেষ্টা। শনিবার দুপুরের পর থেকে আকাশের মুখ ভার। রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ম্য়াচে কি বিঘ্ন ঘটাবে বরুণদেব?
শনিবার ইডেনে তখন দক্ষিণ আফ্রিকার প্র্যাক্টিস চলছে। আচমকা কালো মেঘে ঢেকে গেল আকাশ। আলো এতটাই কমে গেল যে, মাঠের ফ্লাডলাইট জ্বালিয়ে দিতে হল। ঘড়িতে তখন দুপুর আড়াইটে। আকাশের ছবি দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়লেন। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে হাহাকার। বেনজির কালোবাজারি হয়েছে টিকিটের। বহুদিন আগে থেকেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। রবিবার ৬৭ হাজারের গ্যালারি সম্পূর্ণ ভরে যাবে। আর সেই উৎসবের আলো কেড়ে নেবে কি বৃষ্টি? শনিবার বিকেলের দিকে সেই প্রশ্নই ঘুরে বেড়াল ময়দান চত্বরে।
আবহাওয়া অফিস যদিও খুব একটা উদ্বেগজনক খবর দিচ্ছে না। রবিবার আকাশ সামান্য় মেঘলা থাকলেও, বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে, ম্যাচের মহার্ঘ টিকিট যাঁরা হাতে পেয়ে গিয়েছেন, তাঁদের খুব একটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেই মনে করা হচ্ছে।
এমনিতে নভেম্বরের প্রথম সপ্তাহে পূর্ব ভারতে বেশ শিশির পড়ার কথা। তবে আকাশ মেঘলা থাকায় সেভাবে শিশির পড়ছে না বলেই জানিয়েছেন ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়। পাশাপাশি শিশিরের প্রভাব কাটাতে রাসায়ানিক স্প্রে করা হবে মাঠে। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় অবশ্য শিশির নিয়ে ভাবতে নারাজ। হাসতে হাসতে বলে দিচ্ছেন, 'আমি শিশির বা আবহাওয়া নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি। যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই।'
রবিবার বিরাট কোহলির জন্মদিন। সিএবি-র এক ঝাঁক পরিকল্পনা বাস্তবের আলো নাও দেখতে পারে। শোনা গেল, বিরাটের জন্য যে স্পেশ্য়াল কেক অর্ডার দিয়েছে সিএবি, তা ভারতীয় দলের ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হবে। ক্রিকেটারেরা হয়তো সেটা ভেতরেই কাটবেন। উপহারও পাঠিয়ে দেওয়া হবে ড্রেসিংরুমে। কোহলিকে দিয়ে মাঠেই কেক কাটানোর পরিকল্পনা আইসিসি ও বোর্ডের আপত্তিতে বাতিল করতে হচ্ছে সম্ভবত।
তবে বিরাটের জন্মদিনে কলকাতায় আসার কথা অনুষ্কা শর্মার। এর আগেও ইডেনে ভারতীয় দলের ম্যাচ দেখতে এসেছেন অনুষ্কা। রবিবারের ম্যাচেও মাঠে থাকতে পারেন বলিউড অভিনেত্রী।
আরও পড়ুন: ODI World Cup Exclusive: দু'পা দৌড়ে অভিনব প্রস্তুতি, কীভাবে ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠলেন শামি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন