ODI World Cup Exclusive: বিমানবন্দর থেকেই সোজা ইডেনের পিচ দেখতে হাজির গুরু দ্রাবিড়, নিয়ে গেলেন খুশির বার্তা
Ind vs SA: দ্রাবিড় কলকাতায় পৌঁছেই হাজির হয়ে গেলেন ইডেন গার্ডেন্সে। সঙ্গী ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপ ও দলের স্থানীয় ম্যানেজার অমিত গুপ্ত।
সন্দীপ সরকার, কলকাতা: ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কা নিধনের পর ২৪ ঘণ্টাও কাটেনি। কলকাতায় পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেটারেরা (Team India)। কলকাতা বিমানবন্দর থেকে রোহিত শর্মা, বিরাট কোহলিরা বাইপাসের ধারে টিমহোটেলে পৌঁছে গেলেন সরাসরি। তবে তিনি সটান চলে এলেন মাঠে। ইডেনে পৌঁছেই চলে গেলেন পিচ পরীক্ষা করতে। মুখে কোনও ক্লান্তি নেই। টানা এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ, বিমানযাত্রা, মানসিক চাপ - কোনও কিছুই কাবু করতে পারছে না তাঁর প্রাণশক্তি। বিশ্বকাপ জিততে এতটাই মরিয়া তিনি।
রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় দলের হেড কোচ কলকাতায় পৌঁছেই হাজির হয়ে গেলেন ইডেন গার্ডেন্সে। সঙ্গী ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপ ও দলের স্থানীয় ম্যানেজার অমিত গুপ্ত। ইডেনের বাইরে তখন টিকিটের জন্য বিক্ষোভ চলছে। দ্রাবিড়ের অবশ্য সেসব দিকে মনোযোগ দেওয়ার মতো সময় নেই। তাঁর চোখে যেন একটাই স্বপ্ন। সোনালি ট্রফি। বিশ্বকাপ।
মাঠে গিয়েই কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন দ্রাবিড়। সেই সময় ছিলেন বোর্ডের পিচ কমিটির প্রধান আশিস ভৌমিকও। দুজনের সঙ্গেই কথা বলেন দ্রাবিড়, মামব্রে, রাঠৌররা।
রবিবার ক্রিকেটের নন্দনকাননে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। টানা ৭ ম্য়াচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে। দক্ষিণ আফ্রিকা দুইয়ে। ৭ ম্যাচে ১২ পয়েন্ট তেম্বা বাভুমাদের। অনেকের মতে, ভারতীয় দলের অশ্বমেধের ঘোড়া যদি কেউ থামাতে পারে, তাহলে সেটা প্রোটিয়ারাই। তাই বড় ম্যাচের আগে কৌশল সাজানোর জন্যই আগেভাগে পিচ দেখে গেলেন দ্রাবিড়।
ইডেনে যে পিচে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ হয়েছিল, সেখানেই সম্ভবত হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ। সেই ম্যাচ চার-ছক্কার বন্যা দেখা যায়নি। বরং ছড়ি ঘুরিয়েছিলেন বোলাররা। মাত্র ২৩০ রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়েছিলেন শাকিব আল হাসানরা। সেই পিচে বল পড়ে কিছুটা থমকে আসছিল। পুরনো ইডেন পিচের মতো। দক্ষিণ আফ্রিকার পেসাররা যেরকম ছন্দে আছেন, তাতে গতিসম্পন্ন বাউন্সি পিচে কাগিসো রাবাডা-লুনগি এনগিডি-মার্কো জানসেনদের মোকাবিলা করার ঝুঁকি নিতে চায় না টিম ইন্ডিয়া। তাই তুলনামূলকভাবে মন্থর পিচে হতে পারে ম্যাচ। যেখানে প্রভাব ফেলবেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজারা। পাশাপাশি স্যুইং কাজে লাগিয়ে জ্বলে উঠতে পারেন মহম্মদ শামি, যশপ্রীত বুমরারা-ও।
মাঠ থেকে বেরনোর সময় দ্রাবিড়ের সঙ্গে দেখা হয়ে গেল প্রাক্তন ক্রিকেটার অশোক ডিন্ডার। তাঁর সঙ্গে গাড়িতে বসেই খোশমেজাজে গল্পও করলেন। সব মিলিয়ে পিচ নিয়ে সুখবর নিয়েই টিমহোটেলে ফিরলেন গুরু দ্রাবিড়।
পিচ দেখে দ্রাবিড় বেশ সন্তুষ্ট হয়েছেন বলেই খবর। এবার শুধু ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা।
আরও পড়ুন: Sana Ganguly Birthday: জন্মদিনেও অফিস! সানার জন্য ইংল্যান্ডে উপহার পাঠিয়ে দিলেন সৌরভ-ডোনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন