IND vs AUS Final: ফাইনালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স
World Cup Final: ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের আগে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইশ গজ নিয়ে জল্পনার শেষ নেই।
আমদাবাদ: শিশির পড়বে? পিচে ভারি রোল করা হয়েছে, শুকনো বাইশ গজ, উইকেট কি পরের দিকে ভাঙবে? পেসাররা রিভার্স স্যুইং পাবেন? স্পিনারদের জন্য থাকবে বাড়তি টার্ন?
ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) ফাইনালের আগে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইশ গজ নিয়ে জল্পনার শেষ নেই। সেই সঙ্গে চর্চা চলছিল, টস জিতলে কী করা উচিত। অনেকে বলছিলেন, বিশ্বকাপ ফাইনালের মতো বড় ম্যাচে টস জিতে ব্যাটিং করে নেওয়া উচিত।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। জানালেন, শিশিরে রাতের দিকে বল করা কঠিন হবে। তাই ভারতকে প্রথমে ব্যাটিং করানোর সিদ্ধান্ত। কামিন্স বলেছেন, 'আমরা প্রথমে বোলিং করব। উইকেট বেশ শুকনো। এই সিদ্ধান্তের পিছনে শিশিরও একটা কারণ। যত ম্যাচ যাবে, উইকেট ব্যাটিংয়ের জন্য আরও ভাল হয়ে যাবে।' যোগ করেন, 'টুর্নামেন্টে আমাদের শুরুটা ভাল হয়নি। তবে তারপর থেকে আর কোনও ভুল করিনি। ভারতের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি।'
Australia won the toss and opted to bowl in the #CWC23 final 🏏
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 19, 2023
Who will take the trophy home after seven weeks of exciting cricket ❓#INDvAUS 📝: https://t.co/FwYOOpWao6 pic.twitter.com/1RjRggUQN5
রোহিত বলেন, 'আমরা টস জিতলে আগে ব্যাটিংই করে নিতাম। পিচটা দেখে ভালই মনে হচ্ছে। বড় ম্যাচ। প্রথমে ব্যাট করে বোর্ডে বড় রান তুলতে হবে। অসাধারণ অভিজ্ঞতা এই মাঠে খেলার। যখনই এখানে খেলি, প্রচুর মানুষ সমর্থন জানাতে আসেন। আর বিশ্বকাপের ফাইনাল সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচ। আমাদের শান্ত, সংযত থাকতে হবে।' রোহিত আরও বলেন, 'দলকে ফাইনালে নেতৃত্ব দেওয়াটা স্বপ্ন সত্যি হওয়ার মতো মুহূর্ত। জানি আমাদের জন্য কী অপেক্ষা করে রয়েছে। আমাদের ভাল খেলতে হবে। মাঠে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।