Shakib On Tamim: তামিম শিশুসুলভ আচরণ করেছে, নিজের রেকর্ডের কথা ভেবে খেলে, বেনজির আক্রমণ শাকিবের
ODI World Cup 2023: বিশ্বকাপ শুরু হতে আর ঠিক এক সপ্তাহ বাকি। অথচ বাংলাদেশ (Bangladesh Cricket Team) ক্রিকেটের অগ্নিগর্ভ পরিস্থিতি পাল্টানোর কোনও চিহ্নই নেই।
গুয়াহাটি: বিশ্বকাপ (ODI World Cup) শুরু হতে আর ঠিক এক সপ্তাহ বাকি। অথচ বাংলাদেশ (Bangladesh Cricket Team) ক্রিকেটের অগ্নিগর্ভ পরিস্থিতি পাল্টানোর কোনও চিহ্নই নেই। এবার তামিম ইকবালকে (Tamim Iqbal) আক্রমণ করলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশের অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, তামিম শিশুসুলভ আচরণ করেছেন। জানালেন, তামিম একেবারেই টিমম্যান নন!
বিশ্বকাপ খেলতে বুধবার রাতেই বাংলাদেশ দল পৌঁছে গিয়েছে ভারতে। শাকিবদের প্রস্তুতি ম্যাচ গুয়াহাটিতে। তার মধ্যেই তুমুল বিতর্ক শুরু হয়ে গেল দলে। তামিম ইকবালকে দলে না নেওয়া এবং সেই প্রসঙ্গে বুধবার তাঁর ভিডিও বার্তা হইচই ফেলে দিয়েছে। তার প্রেক্ষিতে বুধবার রাতের দিকে বাংলাদেশের সংবাদমাধ্যমে মুখ খুলেছেন অধিনায়ক শাকিব আল হাসান। তামিমকে চূড়ান্ত আক্রমণ করেছেন শাকিব।
তামিম জানিয়েছিলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁকে মিডল অর্ডারে ব্যাট করার অনুরোধ করেছিলেন বোর্ডের এক কর্তা। সেই প্রসঙ্গে শাকিব বলেছেন, 'যিনি ওকে এই কথা বলেছেন তিনি নিশ্চয়ই দলের কথা ভেবে বলেছেন। ম্যাচের আগে অনেক রকম কম্বিনেশন মাথায় রাখতে হয়। তাই কেউ এ কথা বলে থাকলেও সেটা কি ভুল? এমন প্রস্তাব দেওয়া অন্যায়? দল আগে না ক্রিকেটার আগে?' তামিমকে ঘুরিয়ে স্বার্থপর বলেছেন শাকিব।
রোহিত শর্মার উদাহরণ টেনে শাকিব বলেছেন, 'রোহিত শর্মা শুরুতে সাত নম্বরে ব্যাট করত। সেখান থেকে ওপেনার হয়ে এখন ১০ হাজার রানও করে ফেলেছে। তাই কখনও তামিমকে যদি তিন বা চারে খেলতেও হয়, সেটা কি বিরাট সমস্যা? পুরোপুরি বাচ্চাদের মতো আচরণ করেছে। যেন ব্যাট আমার, আমিই খেলব। বাকি কেউ খেলতে পারবে না। একজন ক্রিকেটারকে দলের স্বার্থে যে কোনও জায়গায় ব্যাট করতে হতে পারে। দল আগে। আপনি আগে ১০০ করেছেন না ২০০ সেটা কেউ মাথায় রাখবে না। ব্যক্তিগত কীর্তি নিয়ে কী করবেন?' শাকিব আরও বলেছেন, 'তামিম মোটেই দলের কথা ভাবেনি। মানুষ এত বোঝে না। দলের জন্যে ওকে নীচে ব্যাট করা প্রস্তাব দেওয়া হলে তাতে খারাপ কোথায়? দলকে আগে রাখলে এই জিনিস মেনে নেওয়াই যায়। যদি আপনি নিজেকে টিমম্যান না ভাবেন, তা হলে অন্য কথা। ও মনে হয় ব্যক্তিগত রেকর্ড, সাফল্য, খ্যাতি এবং নামের কথা ভেবে খেলছে।'
আরও পড়ুন: ABP Exclusive: হাতে দইয়ের হাঁড়ি, মুরলীধরন বলছেন, বিশ্বকাপে গেমচেঞ্জার হবেন কোহলি-বুমরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন