এক্সপ্লোর
Advertisement
অলিম্পিক্স ভিলেজে অব্যবস্থার অভিযোগ ভারতের হকি দলের প্রধান কোচের
রিও ডি জেনেইরো: গেমস ভিলেজে নেই রাজ্য। পর্যাপ্ত চেয়ার নেই, টেবিল নেই, টেলিভিশন সেট নেই। এমনকি ঘরগুলি তেমন সাজানো গোছানো নয়। এরকম অব্যবস্থা থেকে ক্ষুব্ধ ভারতের হকি দলের প্রধান কোচ রোয়েল্যান্ট ওল্টাম্যানস। ভারতের পুরুষ ও মহিলা-উভয় হকি দলের সদস্যদের এই সমস্যার কথা জানিয়ে রিও অলিম্পিক্সে ভারতীয় দলের সেফ দ্য মিশন রাকেশ গুপ্তাকে চিঠি দিয়েছেন ওল্টাম্যানস।
চিঠিতে তাঁর অভিযোগ, ভারতীয় হকি দলের সদস্যদের যে অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে তা ঠিকমতো সাজানো গোছানো নেই।
ওল্টাম্যানসের অভিযোগ, অলিম্পিক্সে যে সব অ্যাথলিট একটানা পুরোদস্তুর পারফর্ম করেন তাঁদের জন্য গেমস ভিলেজে প্রয়োজনীয় বন্দোবস্ত থাকা উচিত। প্রতি ছয়জনের অ্যাপার্টমেন্টে পর্যাপ্ত চেয়ার ও টেবিল প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে প্রতি অ্যাপার্টমেন্টে মাত্র ২ টি করে চেয়ার দেওয়া হয়েছে।
প্রধান কোচ বলেছেন, প্রতিপক্ষ দলগুলির খেলা যাতে সরাসরি খেলোয়াড়রা দেখতে পান, সেজন্য টিভির প্রয়োজন। কেননা, এই খেলা দেখলে খেলোয়াড়রা প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের প্রস্তুত করতে পারবেন। মহিলা ও পুরুষ হকি দলের জন্য টেলিভিশন সেট কেনার অনুমতি চেয়েও ওল্টাম্যানস সেফ দ্য মিশনকে আরও একটি চিঠি দিয়েছেন।
উল্লেখ্য, গেমস ভিলেজে অব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন দেশের দলের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement