Bajrang Punia: ''ওরা দেশভক্ত? ওরাই তো...'', ব্রিজভূষণের মন্তব্যের পাল্টা জবাব বজরংয়ের
Bajrang Punia On Brij Bhushan: তিনি অভিযোগ করেছিলেন বজরং পুনিয়ার বিরুদ্ধেও। এমনকী বিনেশ ও বজরং কংগ্রেসে যোগ দেওয়ার পরও ব্রিজভূষণ আক্রমণ করেছিলেন তাঁদের।
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) কুস্তিতে ফাইনালে পৌঁছেও শেষ পর্যন্ত বাতিল হয়ে যেতে হয়েছিল বিনেশ ফোগতকে। নিশ্চিত সোনা হাতছাড়া হয়েছিল। ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ায় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন বাতিল করে দেয় বিনেশকে। এরপরই বিতর্কিত মন্তব্য করেছিলেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংহ। তিনি অভিযোগ করেছিলেন বজরং পুনিয়ার বিরুদ্ধেও। এমনকী বিনেশ ও বজরং কংগ্রেসে যোগ দেওয়ার পরও ব্রিজভূষণ আক্রমণ করেছিলেন তাঁদের। এবার তার পাল্টা জবাব দিলেন বজরং।
বিনেশ ও বজরং কংগ্রেসে যোগ দেওয়ার পরই তাঁদের বিরুদ্ধে আক্রমণ শেনেছিলেন যৌন নিগ্রহে অভিযুক্ত ভারতীয় কুস্তি সংস্থার অপসারিত প্রধান ব্রিজভূষণ। তিনি জানিয়েছিলেন, ''হরিয়ানাতে বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ কুস্তি। কোনও ট্রায়াল ছাড়াই বজরং পুনিয়া এশিয়ান গেমসে গিয়েছিলেন। এটা কি মিথ্যে? এমনকী বিনেশকেও আমার একটা কথা বলার আছে। আপনি কুস্তিতে জেতেননি। চুরি করে অলিম্পিক্সে গিয়েছিলেন। ঈশ্বর আপনাকে তার শাস্তি দিয়েছে।''
এরপরই বজরং পুনিয়া বলেন, ''বিনেশ পদক না জিততে পারায় কিছু মানুষ আনন্দ করছেন। এরা আদৌ দেশভক্ত তো? বিনেশ পদক জিতলে ওটা শুধু বিনেশের হত না, ১৪০ কোটি দেশবাসীর পদক হত। সেখানে ব্রিজভূষণ বিনেশের পদক না জেতায় আনন্দ পেয়েছে। এরা আমাদের দেশভক্তি শেখাবে? ওরা মেয়েদের যৌন নিগ্রহ করেছে।''
শুক্রবার রাতে কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হল, বজরঙ্গকে অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের কার্যকরী চেয়ারম্যান করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে সিলমোহর দিয়েছেন কংগ্রেসের প্রেসিডেন্ট। শুক্রবার থেকেই তিনি নতুন পদে দায়িত্বভার গ্রহণ করলেন।
জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে যখন গোটা দেশে তোলপাড় পড়েছিল, আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বজরঙ্গ, সাক্ষী মালিক, বিনেশ ফোগতরা। বজরঙ্গ ও বিনেশ যে রাজনীতিতে যোগ দিতে চলেছেন, সেই ইঙ্গিত ছিলই। বৃহস্পতিবারই রেলের চাকরি ছেড়েছেন ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগত ও তাঁর সতীর্থ কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া । উত্তর রেলে নিজের নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন দুই কুস্তিগীর।
ভারতীয় রেলে চাকরি করা গর্বের মুহূর্ত বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন বিনেশ ফোগত। সেখানে তিনি জানিয়েছিলেন, ভারতীয় রেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর ইস্তফাপত্র জমা দিয়েছেন।
আরও পড়ুন: রেকর্ড সোনা প্যারালিম্পিক্সের মঞ্চে এবার, তেরঙ্গা আকাশ ছুঁয়েছে ওঁদের জন্যই