Paris Olympics 2024: ৫২ বছর পর নাগাড়ে দুই অলিম্পিক্সে পদক জয়, শ্রীজেশদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা
Indian Hockey Team: টোকিও-র পর প্যারিস, ৫২ পর অলিম্পিক্সের মঞ্চে নাগাড়ে দুই পর্বে পদক এল ভারতীয় হকি দলের ঝুলিতে।
প্যারিস: অলিম্পিক্সে ফের একবার ভারতীয় হকি দলের পদকজয়। ছবিটা খুব একটা অপরিচিত কিছু নয়। অলিম্পিক্সের মঞ্চে ভারতই পদকজয়ের নিরিখে সফলতম দল। সাম্প্রতিক সময়ে অবশ্য ভারতীয় হকি অলিম্পিক্সে তেমন পারফর্ম করতে পারেনি। তবে টোকিওতে পদক জিতে খরা কেটেছিল। প্যারিসেও ভারতের ঝুলিতে এল ব্রোঞ্জ। ৫২ বছর পর নাগাড়ে দুই অলিম্পিক্সে পদক জিতল ভারতীয় দল।
হরমনপ্রীত সিংহ, পিআর শ্রীজেশদের এই বিরাট কৃতিত্বকে সম্মান জানাতে তাই তৎপর ভারতীয় হকি ফেডারেশন, হকি ইন্ডিয়াও। শ্রীজেশদের জন্য তাই আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হল হকি ইন্ডিয়ার তরফে। দলের প্রতিটি খেলোয়াড়কে ১৫ লক্ষ টাকা এবং সাপোর্ট স্টাফদের ৭.৫ লক্ষ টাকা করে ফেডারেশন। সভাপতি দিলীপ টির্কির মতে এই পুরস্কার দলের সকলে সাফল্যের জন্য নিরন্তর যে পরিশ্রম করে, তারই প্রতিদান। তিনি বলেন, 'এই আর্থিক পুরস্কারটা আমাদের তরফে খেলোয়াড়রা প্রতিনিয়ত নিজেদের সেরাটা দেওয়ার জন্য যে প্রচেষ্টা করে, তার উপহার। আমি পিআর শ্রীজেশকেও দুরন্ত কেরিয়ার এবং ভারতীয় হকি দলে ওর অবদানের জন্য শুভেচ্ছা জানাতে চাই। ও ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।'
𝐉𝐮𝐬𝐭 𝐢𝐧 : Hockey India announces cash prize of ₹15 Lakhs each for all the players & ₹ 7.5 Lakhs each for the support staff for their bronze medal winning performance at the Paris Olympics. #Hockey #HockeyIndia #Paris2024 pic.twitter.com/OxD1UechkE
— Hockey India (@TheHockeyIndia) August 8, 2024
ভারতীয় দল স্পেনের বিরুদ্ধে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে কিন্তু এক গোলে পিছিয়ে পড়েছিল। তবে অধিনায়ক হরমনপ্রীত সিংহ ৩০ ও ৩৩ মিনিটে জোড়া গোল করে দলকে ম্যাচ জেতান। টুর্নামেন্ট সর্বোচ্চ ১০ গোলও করে ফেলেন তিনি। এই ম্যাচ খেলেই আবার ভারতীয় হকি দলের কিংবদন্তি গোলরক্ষক পিআর শ্রীজেশ খেলোয়াড় হিসাবে নিজের কেরিয়ারে ইতি টানলেন। তবে ভারতীয় হকির সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হচ্ছে না। শ্রীজেশকে কিন্তু ইতিমধ্যেই কিংবদন্তি গোলকিপারকে ভারতের জুনিয়র হকি দলের কোচ করার কথা ঘোষণা করা হয়েছে। হকি ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের ছেলেদের জুনিয়র দলের প্রশিক্ষক হিসাবে শ্রীজেশের নামও জানিয়ে দিয়েছে। তিনি নিজের নতুন ভূমিকায় কেমন পারফর্ম করেন এবার সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারতের দখলে ৫ পদক, তাও মাত্র এক পদক জিতেই কেন অলিম্পিক্সের পদক তালিকায় এগিয়ে পাকিস্তান?