Cricket In Olympics 2028: অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হলেই দল পাঠাবে ভারত, জানালেন জয় শাহ
Cricket in Olympic Games: ২০২৮-এ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে যুক্ত হতে পারে ক্রিকেট।
নয়াদিল্লি: ২০২৮-এ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে যুক্ত হতে পারে ক্রিকেট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে এই প্রস্তাব দিয়েছে আইসিসি। এতদিন শোনা যাচ্ছিল, বিসিসিআই ও ইসিবি অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত করতে অনিচ্ছুক। তার ফলেই এ বিষয়ে অগ্রসর হতে পারছে না আইসিসি। তবে এখন বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হলে কোনও আপত্তি নেই। বরং সেক্ষেত্রে অলিম্পিক্সে দল পাঠাবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ‘অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হলেই ভারত দল পাঠাবে। অলিম্পিক্সে যোগ দেওয়ার বিষয়ে আইসিসি-র সঙ্গে একমত বিসিসিআই।’
এখনও পর্যন্ত অলিম্পিক্সের ইতিহাসে একবারই ক্রিকেট খেলা হয়েছে। ১৯০০ সালের অলিম্পিক্সে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটি ম্যাচ হয়েছিল। তারপর থেকে গত ১২০ বছরে অলিম্পিক্সে আর কোনওদিন ক্রিকেট ম্যাচ হয়নি। ভারতীয় অলিম্পিক সংস্থার সঙ্গে বিসিসিআই-এর মতানৈক্যের জেরেই অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হয়নি বলেই ক্রীড়ামহল সূত্রে শোনা যায়। এ বছরের এপ্রিলে অ্যাপেক্স কমিটির বৈঠকে বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় অলিম্পিক সংস্থা যদি হস্তক্ষেপ না করে, তাহলে অলিম্পিক্সে দল পাঠাতে কোনও আপত্তি নেই। এরপরেই অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হওয়ার আশা তৈরি হয়। এবার বিসিসিআই সচিব জানিয়ে দিলেন, অলিম্পিক্সে দল পাঠাতে তাঁদের কোনও আপত্তি নেই।
বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা সরকার ও ভারতীয় অলিম্পিক সংস্থার সঙ্গে একযোগে অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত করার চেষ্টা চালাচ্ছেন। অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা যাতে বাড়ে, তার জন্য সরকারের সঙ্গে সহযোগিতা করতে তৈরি বিসিসিআই।
বিসিসিআই সূত্রে খবর, অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হলে পুরুষ ও মহিলাদের আট দলের প্রতিযোগিতা হবে। ২০২৮-এ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের আগেই কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে ক্রিকেট খেলা হবে।
এবারের অলিম্পিক্সে একটি সোনা সহ সাতটি পদক পেয়েছে ভারত। ভবিষ্যতে যদি সত্যিই অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হয়, তাহলে ভারতের পদক সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশা থাকবে।