Manu Bhaker : 'বাড়িতে শুধু ঘুমাতে আসত', অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী মনুর সাফল্যের নেপথ্য কাহিনি শোনালেন মা
Paris Olympics 2024 : এদিন এয়ার পিস্তল মহিলা বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতে নেন মনু।
নয়াদিল্লি : প্রথম কোনও ভারতীয় মহিলা শ্যুটার অলিম্পিক্সে পদক জিতলেন। সঙ্গে সঙ্গে চলতি অলিম্পিক্সে শুরু হয়ে গেল ভারতের সাফল্যের দৌড়। মেয়ের এই ঐতিহাসিক সাফল্যের পর স্বভাবতই উচ্ছ্বসিত মনু ভাকরের পরিবার। মেয়ে এবার হাসিখুশিতে বাড়ি ফিরুক, এমনই চাইছেন তাঁর বাবা-মা। এদিন এয়ার পিস্তল মহিলা বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতে নেন মনু।
মেয়ের সাফল্য নিয়ে সংবাদ সংস্থা ANI-কে মা সুমেধা ভাকর বলেন, "টোকিও অলিম্পিক্সের পর মেয়ে এই অলিম্পিক্সের জন্য প্রশিক্ষণ শুরু করে। আমি এই ব্যাপারটা নিশ্চিত করেছিলাম যাতে ও যথাযথ খাবার পায়। যাতে প্রশিক্ষণ নিতে পারে। আমার মেয়ে এবং প্যারিস অলিম্পিক্সে যোগ দেওয়া ভারতীয় অ্যাথলিটরা অনেক প্রচেষ্টা করেছেন। আমি প্রার্থনা করি, ওঁরা সকলে যেন হাসিখুশিতে বাড়ি ফেরেন। মনুর প্রথম বাড়ি শ্যুটিং রেঞ্জ। ও শুধু ঘুমাতে আসত বাড়িতে। ঘণ্টার পর ঘণ্টা প্র্যাক্টিস করত।"
এদিকে মনুর বাবা রামকিষণ আশাপ্রকাশ করেছেন, মেয়ে প্যারিস অলিম্পিক্সের বাকি ২টি ইভেন্টে নিশ্চয়ই সোনা জিতবে। তিনি বলেন, "ওর এখনও ২টো ইভেন্ট বাকি আছে। আমরা আশা করছি, তাতে ও সোনা জিতবে।"
২০০২ সালের ১৮ ফেব্রুয়ারি হরিয়ানার ঝাজ্জর জেলার গরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন । অল্প বয়সে টেনিস, বক্সিং, স্কেটিং, মণিপুরি মার্শাল আর্ট হুয়েন ল্যাঙ্গলনও শেখেন। এই মার্শাল আর্টে তিনি জাতীয় পুরস্কারও পান। যদিও শেষমেশ তিনি শ্যুটিংকেই নিজের কেরিয়ার হিসাবে বেছে নেন।
মনুর বাবা রামকিষণ ভাকর মার্চেন্ট নেভির চিফ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন। তিনি মেয়েকে শ্যুটিং শেখাতে দেড় লক্ষ টাকা খরচ করেন। বাবা ছাড়াও, তাঁর পরিবারে রয়েছেন মা সুমেধা ভাকর ও ভাই অখিল ভাকর।
মনুর শ্যুটিং জার্নি-
দিল্লির লেডি শ্রী রাম কলেজ ফর উইমেনে পড়াশোনা করেন। মনু ২০১৭ সালে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতে আন্তর্জাতিক স্তরে সাফল্যের খাতা খোলেন। এরপর একই বছরে কেরলে অনুষ্ঠিত ন্যাশনাল গেমসে ন'টি স্বর্ণ পদক জেতেন। বছরের পর বছর ধরে একাধিক পুরস্কার ও স্বীকৃতি জেতেন মনু। ২০১৮-য় যুব অলিম্পিক্স গেমসে সোনার পদক জেতেন। এরপর ২০২১-এ ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও সোনা জয়। সঙ্গে রয়েছে আরও অন্যান্য পুরস্কার। ২০২০ সালে টোকিও অলিম্পিক্স তাঁর অভিষেক হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।